আবার দেখতে দেখতে একটা ক্রিসমাস। গত ক্রিসমাসে ছোট্ট রাহা বাবা-মায়ের সঙ্গে প্রথম পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দেয়। পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপনের সময় প্রথমবারের মতো আলিয়া ভাট ও রণবীর কাপুর ক্যামেরার সামনে আনেন তাঁদের মেয়েকে। আর এই বছর সেই রাহা প্রথম বারের জন্য ক্যামেরার সামনে ঘটালো এক অবাক কাণ্ড।
ক্রিসমাসের দিন বাবার কোলে চেপে ক্যামেরার সামনে আসতেই পাপারাৎজিদের উদ্দেশ্যে রাহা বলে উঠল 'হাই', দিল ফ্লাইং কিসও। রাহার এই ভিডিয়ো ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। পাপারাৎজিদের শেয়ার ভিডিয়ো করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রণবীর, আলিয়া ও রাহা ক্রিসমাস উপলক্ষ্যে পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিতে এসেছেন।
ভিডিয়োর শুরুতেই দেখা গিয়েছে মা আলিয়া গাড়ি থেকে নেমে পাপারাৎজিদের অনুরোধ করছেন, ‘দয়া করে কেউ চিৎকার করবেন না। রাহা ভয় পেয়ে যাবে।’ আলিয়া বেশ কয়েকবার অনুরোধ করার পর পাপারাৎজিদের কথা বার্তার আওয়াজ কিছুটা কমে যায়। তারপর রাহাকে কোলে নিয়ে রণবীর গাড়ি থেকে নেমে আসেন। আর তারপরই ঘটে সেই কাণ্ড। যেখানে রাহা পাপারাৎজিদের দেখেই জোরে একটা লম্বা 'হাই' বলে ওঠে। আর তা দেখে তার বাবা-মাও রীতিমতো অবাক হয়ে যায়। রালিয়া-কন্যার এই কাণ্ড দেখে আর নিজেদের উৎসাহ চেপে রাখতে পারেন না পাপারাৎজিরা। তাঁরা রীতিমতো উল্লাস প্রকাশ করে। রাহার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
কিন্তু ভিডিয়োয় পাপারাৎজিরা যখন রাহার নাম ধরে ডাকতে শুরু করে, তাকে ক্যামেরার দিকে তাকাতে বলে, ফ্ল্যাশের ঝলকানি শুরু হয়, তখন সবটা দেখে রাহা বেশ ঘাবড়ে যায়, সে ফটোগ্রাফারদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তারপর রণবীর এবং আলিয়া রাহাকে নিয়ে চলে যাওয়ার সময় পাপারাৎজিরা তাঁকে ‘বাই’ বলতে শুরু করলে জবাবে রাহা তাঁদের উদ্দেশ্যে হাত নাড়ে এবং তাদের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দেয়।
রাহার এই ভিডিয়ো দেখে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর কণ্ঠস্বর’। আর একজন লেখেন ‘এক বছর আগে আমরা প্রথমবারের জন্য ওর মুখ দেখেছিলাম। আর এখন সে হাত নেড়ে হাই বলছে!’ আর একজন অনেকটা আদর ভরে লিখেছেন, ‘বড় হয়ে গিয়েছে (পাশে লাল হার্ট ইমোজি)।’
আরও পড়ুন: অপরাজিতা-সুদীপের অসমবয়সী প্রেম নিয়ে লীনার নতুন মেগা 'চিরসখা' কবে আসছে? জানালেন লেখিকা
প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমার শ্যুটিং শুরু করেছেন রণবীর-আলিয়া। তাঁদের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশলকেও। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এর চার বছর পর পর্দায় এই জুটিকে দেখা যাবে। এটি ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তাছাড়াও মহাকাব্য রামায়ণ অবলম্বনে নীতেশ তিওয়ারির ছবিতে ভগবান রামের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। অন্যদিকে, শিব রাওয়াইলের স্পাই থ্রিলার ‘আলফা’ ছবিতে শর্বরীর সঙ্গে দেখা যাবে আলিয়াকে। আগামী ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।