রণবীর কাপুর শত ব্যস্ততা সত্ত্বেও মেয়ে রাহার সাথে সময় কাটাতে ভোলেন না। রবিবার বেলায় বাবা-মেয়ের মিষ্টি ভিডিয়ো এল সামনে। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রণবীর, এর মাঝেই রবিবার ছিল রাহার জন্য নির্ধারিত দিন। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত। রাহাকে বাড়ির বাইরে হাঁটতে দেখা গেল। আরও পড়ুন-রণবীর কাপুর কি সত্যিই ‘রেড ফ্ল্যাগ’? যে কারণে বরের সামনে গলা তোলার সাহস দেখান না আলিয়া
ক্যামেরার দেখলে অনেক সময়ই মুখ ব্যাজার করে ফেলে রাহা। তবে এদিন ২০ মাসের রালিয়া কন্যাকে দেখা গেল খিলখিল করে হাসতে। হাঁটি হাঁটি পা পা করে সে এগিয়ে এল ক্যামেরার দিকে, এরপর ঠিক যেন পোজ দেওয়ার কায়দায় গালে হাত দিল। রাহার এই ভিডিয়ো আপনার মন ভালো করে দেবে। খুদেকে এদিন পাওয়া গেল, হরিণের মুখ আঁকা সাদা টি-শার্টে, সঙ্গে বাদামি শর্টস ও গোলাপি জুতোয়। ধূসর রঙের টি-শার্টের সঙ্গে ম্যাচিং প্যান্ট ও ক্যাপে দেখা মিলল রণবীরের।
বাবাকে দেখেই রাহার মুখে হাসির ঝিলিক। এরপরে রণবীর রাহাকে কোলে তুলে নেন। রাহার বয়স সবে ১ বছর ৮ মাস। আগের চেয়ে তাঁর মুখের আদল খানিকটা বদলেছে। ফ্যানেদের মতে রাহাকে দেখে আলিয়ার ছোটবেলার মুখ ভেসে উঠছে। মেয়ে যেন অবিকল মায়ের প্রতিচ্ছবি। একজন লেখেন, ‘ওরে বাবা রাহা এত দ্রুত হাঁটতে শিখে গেল…’। একজন নেটিজেন লিখেছেন, ‘আলিয়া এবং ঋষি কাপুরের কার্বন কপি রাহা।’ আরেকজন লিখেছেন, ‘তারকাদের বাচ্চারা কীভাবে এত তাড়াতাড়ি বড় হয়’।
২০২২ সালের এপ্রিলে একটি ঘনিষ্ঠ পারিবারিক অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন রণবীর ও আলিয়া। বিয়ের দেড় মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। ২০২২ সালের নভেম্বরে মেয়ে রাহাকে স্বাগত জানান তাঁরা। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া, দীর্ঘদিন রণবীরের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন তিনি।
রণবীর কাপুরের আসন্ন প্রোজেক্ট
সঞ্জয় লীলা বানসালির ব্ল্যাক ছবিতে সহকারী পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন রণবীর। সোনম কাপুরের বিপরীতে 'সাওয়ারিয়া' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ঋষি-নীতু পুত্রের। পরে 'বাচনা অ্যায় হাসিনো', 'ওয়েক আপ সিড', 'রাজনীতি', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি। অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার সঙ্গে প্রথমবার কাজ করেন নায়ক, এই ছবির সেটেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প। সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে শেষবার দেখা গিয়েছিল অভিনেতাকে। এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে, তবে রণবীরের ঝুলিতে এসেছে ভরপুর কটাক্ষ।
আপতত রণবীরের হাতে রয়েছে রামায়ণ, লাভ অ্যান্ড ওয়ার এবং অ্যানিম্যাল পার্ক-এর মতো ছবি।