জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে থাকেন রণবীর কন্যা রাহা। মেয়ের বয়স এক বছর হওয়ার পর তাঁকে ক্যামেরার সামনে এনেছিলেন রণবীর-আলিয়া। রাহার 'কিউটনেস' বরাবরই মুগ্ধ করেছে নেটিজেনদের। এবার খুদে রাহার ফ্যাশন আর স্ট্রাইলে মুগ্ধ নেটপাড়া। আরও পড়ুন-বাপের বেটি! ২ বছরের আলিয়া কন্যার কীর্তিতে থ নেটপাড়া, রণবীরের থেকেই রাহা পেয়েছে এই গুণ
শনিবার রণধীর কাপুরের ৭৮তম জন্মদিনের পার্টিতে ঠাকুমা নীতু কাপুরের সঙ্গে লেন্সবন্দি হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে। হাজির ছিলেন রণধীর কন্যা কারিনা কাপুরও। সঙ্গী তাঁর দুই ছেলে জেহ এবং তৈমুর। সামনেই জেহ-র ৪ বছরের জন্মদিন। এদিন তাই ডবল সেলিব্রেশনের মুডে ছিল কাপুর পরিবার।
সম্পর্কে রণবীরের জেঠু হন রণধীর। সেই সূত্রে রাহার ঠাকুর্দা। বর্তমানে কাপুর পরিবারের স্তম্ভ করিশ্মা-করিনার বাবা।
রাহার দেড় লাখি পোশাক
নীতু কাপুরের সাথে পার্টিতে ঢুকতে দেখা গিয়েছে রাহাকে। এদিন স্টার কিডের দেখা মিলল একটি সাদা রঙে লেসের ফ্রকে। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ডলস এবং গাব্বানার এম্পায়ার লাইন লেইস ক্রিস্টেনিং ড্রেস এটি। যার দাম ১,৮৪৫ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫৯ লক্ষ টাকা। যা রীতিমতো মাথা ঘুরিয়ে দেবে।
একবার দেখুন:
সেলিব্রিটি স্টাইল অনুসারে রাহা তাঁর পার্টি লুক সম্পূর্ণ করেছিল একটি স্টাইলিশ এবং বিলাসবহুল ফয়েলড ল্যাম্বস্কিন ডিজি অরিজিনাল লো-টপ স্নিকারের সাথে। রাহারপায়ের এই জুতোর মূল্য ৩৯৫ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩৪ হাজার টাকা। এদিকে, ভাসুরের জন্মদিনের পার্টিতে নীতু কাপুরকে জিনস এবং একটি ব্লেজারে দুর্দান্ত দেখাচ্ছিল, সঙ্গে কালো সানগ্লাস এবং একটি ম্যাচিং কালো হ্যান্ডব্যাগে নিজের লুক পূর্ণ করেছিলেন রণবীরের মা।
আরও পড়ুন-ব্যাংককের রেড লাইট এলাকায় অমিতাভ! স্ট্রিপ ক্লাবে উদ্দাম যৌনতার সাক্ষী, তারপর….
এদিনের পার্টিতে শ্লোকা আম্বানি পৌঁছেছিলেন তাঁর দুই সন্তান - পৃথ্বী এবং বেদাকে নিয়ে। শ্লোকা একটি সাধারণ সাদা টপ পরেছিলেন গোলাকার নেকলাইন এবং ফ্লাটার হাতা সহ। সঙ্গে জিনস। এছাড়াও পার্টিতে হাজির ছিলেন মালাইকা আরোরা।
রাহা কাপুর সম্পর্কে
প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের এপ্রিলে সাত পাক ঘোরেন রণবীর-আলিয়া। ওই বছরই নভেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী, সেই নিয়ে কম চর্চা হয়নি। মেয়ের জন্মের পর রণবীর-আলিয়া লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন মেয়েকে, পাপারাৎজিরাও রালিয়ার ইচ্ছেকে সম্মান জানিয়েছিল। ২০২৩ সালের ক্রিসমাসে কাপুর পরিবারের ঐতিহ্যবাহী মধ্য়াহ্নভোজে যোগ দেওয়ার আগে দুম করেই মেয়েকে ক্যামেরার সামনে আনেন তারকা দম্পতি।