রণবীর-আলিয়া কন্যা 'রাহা', কাপুর বাড়ির ছোট্ট 'নন্দিনী' সে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল 'বেবি রাহা'র আদুরে কথোপকথন। ভিটিয়োটি মুম্বই বিমাবন্দরের। যেখানে রাহার সঙ্গে হাজির তার বাবা-মা রণবীর কাপুর, আলিয়া ভাট ও ঠাকুমা নীতু কাপুর। একসঙ্গে বেড়াতে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে হাজির হয়েছিলেন তাঁরা।
ঠিক কী রয়েছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরের চেকিংয়ের সময় গেটের সামনে মেয়ে রাহাকে নিয়ে দাঁড়িয়ে আলিয়া, রয়েছেন রণবীর কাপুরও। এরপরই সেখানে পৌঁছোন নীতু কাপুর। প্রথমে বউমার গালে আদুরে চুমু খেয়ে, নাতনির দিকে এগিয়ে যান নীতু। ঠাকুমাকে দেখা রাহা তখন উল্লাসিত। ঠাকুমাকে দেখে নিজের ভাষায় হাত নেড়ে নানান কথা বলতে থাকল সে। নীতুও অঙ্গভঙ্গিতে নাতনিকে আদরে ভরিয়ে দিলেন। যদিও ঠাকুমা-নাতনির সেই আদুরে কথোপকথন বেশিক্ষণ এগোয় নি। কারণ চেকিং গেটে তখন তাড়া দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। আর তখনই নিজেদের ব্যাগের খোঁজ শুরু করলেন রণবীর ও নীতু।
পাপারাজ্জো শেয়ার করা এই ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, 'রাহা সত্যিই সত্যিই সুন্দর।' আরেকজন লিখেছেন, ‘ওর ওই ঘুমন্ত চোখ (হার্ট আই ইমোজি)।’ আরও একজন লেখেন, 'সো কিউটিই, ছোট্ট রাহা। কারোর কথায়, 'এখন রাহা ধীরে ধীরে বড় হচ্ছে... দেখতে কিন্তু অনেকটাই মা আলিয়ার মতো। ' আরেকজন হিন্দিতে লিখেছেন, ‘ঠাকুমাকে দেখে খুব খুশি সে।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই কাপুর পরিবারের গণেশ চতুর্থীর গেট-টুগেদারে নজর কেড়েছিল ছোট্ট রাহা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লুকে নজর কাড়ে সে। রবিবার কাপুর পরিবারের গণেশ চতুর্থী উদযাপনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী কারিশমা কাপুর। সেই ছবিতেই রণবীরের কোলে মেয়ে রাহাকে দেখা যায়, করিনা কাপুরের সঙ্গে ছিল তাঁর দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গী, কারিশমা ও কারিনার বাবা-মা রণধীর কাপুর ও ববিতা, কুনাল কাপুর, রিমা জৈন, আরমান জৈন, তাঁর স্ত্রী আনিসা মালহোত্রা এবং ছোট্ট ছেলে, আদর জৈন ও বাগদত্তা আলেখা আডবানিকে দেখা যায়। ছবিতে দিব্যি ক্যামেরার দিকে তাকিয়ে রাহাকে পোজ দিতে দেখা যায়।
প্রসঙ্গত, রাহার জন্ম ২০২২ এর নভেম্বর মাসে। ২০২৩-এর ক্রিসমাসে রণবীর এবং আলিয়া তাঁদের ছোট্ট কন্যাকে প্রথমবার জনসমক্ষে আনেন। এরপর রাহাকে তার বাবা-মায়ের সাথে মুম্বইয়ের বাইরে এবং আম্বানির বিয়ের অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছিল।