করোনা আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। গায়কের টিমের পক্ষ থেকেও টুইটারে এই খবর নিশ্চিত করা হয়েছে।
টুইটারে জানানো হয়েছে, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি মিউজিক্যাল সুফি নাইটের দিন পিছিয়ে দেওয়া হল। কারণ রাহাত ফতেহ আলি খান করোনা আক্রান্ত হয়েছেন। ২০২২-র ১২ মার্চ অনুষ্ঠিত হবে সুফি নাইট। সকলের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
গায়কের শুভানুধ্যায়ীরা কমেন্ট সেকশনে এসে দ্রুত সেরে ওঠার জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন। সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে গায়ক দ্রুত সেরে ওঠেন।
জানা গিয়েছে পাকিস্তানের গায়ক রাহাত দুবাইতে যান। পাকিস্তানে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও, দুবাইতে করোনা পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে।
সুফি সংগীত গেয়ে বিশ্বব্যপী শ্রোতার মন জয় করে নিয়েছেন রাহাত। এছাড়়াও তাঁর গলায় কাওয়ালি, গজল মুগ্ধ করে সকলকে। বলিউডের বেশ কিছু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। কোক স্টুডিও পাকিস্তানের চারটি সিজনেও দেখা গিয়েছে তাঁকে। ‘এমটিভি আনপ্লাগড’, ‘ছোটে উস্তাদ’-র মতো টিভি শো-র বিচারকের ভূমিকাতেও থেকেছিলেন। কোক স্টুডিয়োয় তাঁর গাওয়া ‘আফরিন আফরিন’ ইউটিউবের মোস্ট ভিউড গানগুলির মধ্যে অন্যতম।
গত একমাসে করোনা আক্রান্ত হওয়ার পর না ফেরার দেশে চলে গিয়েছেন লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়। সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন বাপ্পি লাহিড়িও। তাই রাহাত ফতেহ আলি খানের করোনার খবর জানতে পারার পর থেকেই চিন্তায় অনুরাগীরা। যদিও জানা যাচ্ছে, খুব সামান্য সংক্রমণ পাকিস্তানের গায়কের। তাই চিন্তার কিছু নেই বলেই জানা যাচ্ছে।