আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই বাংলাদেশে পারফর্ম করতে আসছেন রাহাত ফতেহ আলি খান। তাঁর এই কনসার্টটি অনুষ্ঠিত হবে বাংলাদেশি সেনার স্টেডিয়ামে। কিন্তু সেই স্টেডিয়াম ভাড়া দিলেও, ভাড়া বাবদ কিছুই নিচ্ছে না পড়শি দেশের সেনা। গায়ক নিজে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন?
বাংলাদেশে রাহাত ফতেহ আলি খান
আগামী ২১ ডিসেম্বর বাংলাদেশে রাহাত ফতেহ আলি খান পারফর্ম করবেন। ঢাকার সেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট। এদিনের এই কনসার্ট মূলত সেবাধর্মী কাজের জন্যই আয়োজিত হয়েছে। জানা গিয়েছে চলতি বছরের মাঝামাঝি সময় মানে জুলাই অগস্ট মাসে যে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সময় যে ছাত্র এবং সাধারণ মানুষ মারা গিয়েছিলেন তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এখান থেকে যে অর্থ উঠবে সেটা পুরোটাই শহিদদের পরিবারের এবং আহতদেরও সাহায্য করার জন্য সমাসেবী সংস্থা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। গোটা অনুষ্ঠানটির উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাঁরা একটি সংগঠন তৈরি করেছেন স্পিরিটস অব জুলাই নাম দিয়ে।
যেহেতু এই অনুষ্ঠান জুলাই এবং অগস্ট মাসে শহিদ বা আহতদের পরিবারকে দান করা হবে তাই স্টেডিয়ামের ভাড়া বাবদ কোনও টাকা নিচ্ছে না বাংলাদেশি সেনা।
জানা গিয়েছে আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাকে এই স্টেডিয়াম কনসার্টের জন্য দিতে বলা হয়েছে। এই সমাজসেবামূলক কাজের জন্য এই আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে বেশ কিছু শর্ত চাপানো হয়েছে বলেই জানা গিয়েছে। তাঁদের দেওয়া মূল শর্ত হল যখন কনসার্ট চলবে তখন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একবারে যানজট মুক্ত রাখতে হবে। স্টেডিয়ামের ভিতর মাদক নিয়ে প্রবেশ করা যাবে না। স্টেডিয়ামের মধ্যে কোনও অশালীন কাজ করা যাবে না।
কেবল রাহাত ফতেহ আলি খান নন, বাংলাদেশের একাধিক প্রখ্যাত শিল্পীরাও পারফর্ম করবেন এদিনের অনুষ্ঠানে। এছাড়া একাধিক বিদেশি শিল্পীও পারফর্ম করবেন বলে জানা গিয়েছে।