বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahool Mukherjee: মঙ্গলবার সেটে ফিরলেন রাহুল! অনির্বাণ এলেও, দেখা গেল না প্রসেনজিৎকে, কেন?

Rahool Mukherjee: মঙ্গলবার সেটে ফিরলেন রাহুল! অনির্বাণ এলেও, দেখা গেল না প্রসেনজিৎকে, কেন?

প্রসেনজিৎ-অনির্বানের পুজো ছবির পরিচালক থাকছেন রাহুল মুখোপাধ্যায়ই।

পরিচালনায় বহাল থাকলেন রাহুল। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সিনেমাটোগ্রাফার সৌমিক হালদারকে দেখা গেল পুজোর ছবির শ্যুটিং সেটে। দক্ষিণ কলকাতার এক স্টুডিয়োতে শ্যুটিং চলছে। তবে ছিলেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে শান্ত হয়েছে টলিপাড়া। গত সপ্তাহেই কাজ বন্ধ ছিল বেশ কয়েকদিন। ফেডারেশন আর ডিরেক্টরস গিল্ডের ঝামেলার কারণে, বন্ধ ছিল সব। শেষমেশ দিদির সাহায্যেই জট কাটে। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার বৈঠক ছিল সোমবার রাতে। আর সেই বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল। মঙ্গলবার থেকে জোর কদমে শুরু হল অনির্বাণ-প্রসেনজিতের পুজোর ছবির শ্যুটিং। 

এদিন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সিনেমাটোগ্রাফার সৌমিক হালদারকে দেখা গেল সেটে। দক্ষিণ কলকাতার এক স্টুডিয়োতে শ্যুটিং চলছে। সকাল সকাল সময়মতোই পৌঁছে যান টেকনিশিয়ানরা। এদিন অবশ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুটিং ছিল না।

আরও পড়ুন: ‘জেলখাটা’ সঞ্জয়ের ভিসায় সমস্যা, ইংল্যান্ডে ঢুকতে বাধা, সন অফ সর্দার ২ থেকে পড়লেন বাদ, কে এলেন সেই জায়গায়

আরও পড়ুন: জন্মদিনে এমন হবে কোনওদিন ভাবেননি কাজল! পালিয়ে কোনওরকমে ঢুকেলন বাড়ির ভিতরে

পুজোর ছবিতেই আবার একসঙ্গে কাজ করার কথা রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর অনির্বাণ ভট্টাচার্যের। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরী। গত বছরও, পুজোতে একসঙ্গে কাজ করেছিলেন প্রসেনজিৎ-অনির্বাণ। মুক্তি পেয়েছিল দশম অবতার। যার পরিচালক ছিলেন সৃজিত মুখোপাধ্যায়।

এবার অবশ্য সৃজিত হাত মিলিয়েছেন দেবের সঙ্গে। টেক্কা মুক্তি পাচ্ছে। এই সিনেমায় আরও রয়েছেন রুক্মিণী মৈত্র ও স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়াও পুজোয় আসছে নন্দিতা-শিবপ্রসাদের বহুরূপী। যাতে রয়েছেন ঋতাভরী, আবিররা। 

আরও পড়ুন: এবার মহিলাদের সিঁদুর পরা নিয়ে বিস্ফোরক ঋষি! দেবযানীকে ‘ডিভোর্সের’ নেপথ্য আসলে কী

আরও পড়ুন: রামকৃষ্ণ মিশন পাহারা দিচ্ছে বাংলাদেশের মুসলিমরা! পড়শিদের নিয়ে কী লিখলেন ঋদ্ধি-পরমব্রত-স্বস্তিকারা

নিয়মবিরুদ্ধ ভাবে বাংলাদেশে শুটিং করেছেন, এই অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে প্রথমে বয়কট করেছিলেন ডিরেক্টরস গিল্ড। কিন্তু পরে তা তুলে নেওয়া হয়। এদিকে, তখনই বেঁকে বসে ফেডারেশন। তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেয়। এমনকী, রাহুলকে বয়কট করার জন্য একদিন অনুপস্থিত টেকনিশিয়ানদের কারণে শ্যুটিং করতে পারেননি খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। এই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ করেন পরিচালক-প্রযোজকরা। এরপরই দেব, গৌতম ভট্টাচার্যর মতো তারকারা দ্বারস্থ হন মুখ্যমন্ত্রীর। তারপরই জট কাটে। তবে সেসবের পরেও রাহুল পরিচালকের পদ পাবেন কি না, তা নির্ভর করছিল সোমবারের এই বৈঠকের সিদ্ধান্তের উপরেই।

 

বায়োস্কোপ খবর

Latest News

শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে? বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর দিন গোনা শুরু, প্রিয়জনকে পাঠান শুভেচ্ছাবার্তা ৭১ শতাংশ কর্মচারী চিকিৎসার জন্য নিজের পকেট থেকে খরচ করে, চমক রিপোর্টে 'অভিজিতের পরিবারের পাশে আছি'- দাবি কলকাতা পুলিশের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.