বিচ্ছেদ হতে গিয়েও হয়নি, ভাঙা সংসার জোড়া লেগেছে। ছেলে সহজের জন্যই কাছাকাছি এসেছেন রাহুল-প্রিয়াঙ্কা। প্রায়ই ছেলেকে নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় রাহুল-প্রিয়াঙ্কাকে। মাঝে-মধ্যে আবার ছেলেকে নিয়ে একসঙ্গে বেড়াতেও যান রাহুল-প্রিয়াঙ্কা। চলতি পুজোতে অবশ্য বেশিরভাগ সময় মায়ের সঙ্গে দেখা গিয়েছে সহজকে, বাবা রাহুলকে তাঁদের সঙ্গে বিশেষ দেখা যায় নি। তবে শেষপর্যন্ত একসঙ্গে দেখা মিলল বাবা-মা আর তাঁদের ছেলে সহজের।
সোশ্যাল মিডিয়ার পাতায় প্রিয়াঙ্কা ও সহজের সঙ্গে ছবি পোস্ট করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নিজেই। যে ছবিতে দেখা মিলেছে রাহুলের মায়েরও, সঙ্গে ছিলেন আরও এক বর্ষীয়ান মহিলা। ছিল তাঁদের আদরের পোষ্যও। ছবিতে সকলকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও সহজ অবশ্য টেবিলের সামনে রাখা একটা চেয়ারে বসে ছিল। আর টেবিলে ছিল একটা কেক, আর এক টুকরো কেক হাতে দাঁড়িয়েছিলেন রাহুল। পোষ্যকে কাছে টেকে সেলফি তুলেছেন প্রিয়াঙ্কা সরকার নিজেই। ছবিটি দেখলেই বেশ বোঝা যাচ্ছে, এটা রাহুলের জন্মদিনে তোলা। গত ১৬ অক্টোবর ছিল অভিনেতার জন্মদিন। বোঝাই যাচ্ছে, ওই বিশেষ দিলটি পরিবার-সন্তানের সঙ্গেই সেলিব্রেট করেছেন রাহুল।
পারিবারিক ছবিটি পোস্ট করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এ বছর অন্য বছরের থেকে আলাদা,তাও সন্তান চাইলে উদযাপন না করলেই নয়, আপনাদের সারাদিন ধরে জানানো ভালবাসায় আমি নিজেকে বিশেষ দিনে কেউকেটা ভাবলাম, ধন্যবাদ আপনাদের সবাইকে’।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কার সঙ্গে সংসার জোড়া লাগার আগে ২০২২-এর জন্মদিনটি রুকমা রায়ের সঙ্গে সেলিব্রেট করতে দেখা গিয়েছিল রাহুলকে। তারও আগে ২০১১ সন্দীপ্তা সেনের সঙ্গে জন্মদিন কাটিয়েছিলেন রাহুল। তবে সেসব এখন অতীত, সবভুলে আবারও স্ত্রী প্রিয়াঙ্কার কাছেই ফিরেছেন অভিনেতা।
অভিনেতার এই জন্মদিনের পোস্টের নিচেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। এরই মধ্যে একজন রাহুল-প্রিয়াঙ্কা উদ্দেশ্যে লিখেছেন, ‘একটা মেয়ে সব দিক থেকে সাকসেসফুল হবার পর, নিজের প্রিয় মানুষটার সাথে ইতি টেনে নিতে যেয়েও থেমে যায়। কেনও এত শর্ত ছিল, বিচ্ছেদ করবে না বলেই এত শর্ত। তার মুখের হাসিটাই তার প্রমান। এ হাসিটা তার হৃদয় থেকে আসা। তার খুশি, একটা পূর্নতার সুখ। রাহুল সুখী হও, সুখীর চাইতেও অধিক সুখী। প্রিয়াঙ্কা আর সহজকে নিয়ে। আর প্রিয়াঙ্কা তুমিও সুখী হও বোন, মা,সন্তান আর স্বামীকে নিয়ে। অশুভ ছায়া কেটে গেছে আর যেনও এমন ভুল না করো। ভালো থাকো, সহজকে নিয়ে সহজ জীবন হোক তোমাদের। শুভ কামনা।’
তাঁর এই মন্তব্যেই বেশ স্পষ্ট ছেলের জন্য় বিচ্ছেদ ভুলে ফের রাহুল-প্রিয়াঙ্কার কাছাকাছি আসায় খুশি তিনি। প্রসঙ্গত, গত বছরই জোড়া লেগেছে রাহুল-প্রিয়াঙ্কার সংসার। আদালতে ডিভোর্সের আবেদন করেও শেষপর্যন্ত ছেলের জন্যই পিছিয়ে আসেন রাহুল-প্রিয়াঙ্কা। এই মুহূর্তে নিয়মিত এক ছাদের তলায় না থাকলেও বেশিরসময় সময়ই ছেলেকে নিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেন রাহুল-প্রিয়াঙ্কা। এমনকি গত জুনে উত্তরবঙ্গের কোনও এক জায়গায় একসঙ্গে ছেলেকে নিয়ে বেড়াতেও গিয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। আবার চলতি পুজোতেও মা-ছেলে ও বউকে নিয়ে মণ্ডপ পরিদর্শনের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন রাহুল।