রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায় দুজনেই ছোট পর্দার অতি চেনা মুখ। দেশের মাটি ধারাবাহিকে তাঁরা একে অন্যের সঙ্গে কাজ করেছেন। সেই থেকেই দর্শকদের কাছে তাঁদের জুটি দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি কানাঘুষোয় শোনা যেতে থাকে যে তাঁরা নাকি গোপনে চুটিয়ে প্রেম করছেন। যদিও সেসব জল্পনায় জল ঢেলে প্রিয়াঙ্কার সঙ্গে ভাঙা সংসার আবার জুড়েছেন তিনি। এবার জানা গেল তাঁরা অর্থাৎ রাহুল এবং রুকমা আবার একসঙ্গে ফিরতে চলেছেন। কিন্তু কোথায় দেখা যাবে তাঁদের?
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, ধর্মকে দুষে কঙ্গনা বললেন, ‘ইসলামিক রাষ্ট্রেই এসব হয়...’
রাহুলের নতুন পোস্ট
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এদিন ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে রাহুলের পরনে খয়েরি রঙের পঞ্জাবিতে মাল্টি কালার প্রিন্ট। সঙ্গে সাদা পায়জামা। অন্যদিকে রুকমার পরনে সাদা শাড়ি এবং গোলাপি ব্লাউজ। সঙ্গে খোঁপায় ফুল লাগানো।
এই ছবিটি পোস্ট করে রাহুল লেখেন, 'কাছের মানুষ দূরের দর্শন।' তাঁদের দুজনকে আবার এদিন এক সঙ্গে দেখে তাঁদের অনুরাগীরা যারপরনাই খুশি হয়েছিল।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি লেখেন 'রাহরূক, আমার পরাণ যাহা চায় তুমি তাই তুমি তাই গো।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'তোমরা কি আবার একসাথে আসছ? সকাল সকাল মনটা ভালো করে দিলে।' তৃতীয় ব্যক্তি লেখেন 'রাহরূক ,ভালোবাসি ভালোবাসি তোমাদের ভীষণ ভীষণ ভালোবাসি, আমার রাম্পি, আমার ভালোবাসা, আমার সব কিছু।এখনও আমার ওই দিন গুলিতেই আটকে আছি। আমার চোখে ছোটো পর্দার সবচেয়ে সার্থক জুটি।মাঝে মধ্যে এই রকম ছবি দিয়ে বুঝিয়ে দাও ,যে তোমরা হয়তো আমাদের এখনও মনে রেখেছো।খুব ভালো থেকো।' আসলে রাহুল এবং রুকমাকে আগামীতে দূরদর্শনের একটি অনুষ্ঠানে দেখা যাবে। আগামী ৯ অগস্ট সেই শো সম্প্রচারিত হবে।