দিওয়ালি পালনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই দেখা গেল তাঁকে আর নীলাঞ্জনা শর্মাকে। এর আগে নীলাঞ্জনার পোস্ট থেকে জানা গিয়েছিল, দুই মেয়ে সারা আর জারাকে পাশে নিয়ে আলো দিয়ে গোটা বাড়িটা সাজিয়েছেন তাঁরা। এবারে দেখা গেল, দিওয়ালি পালন করেছেন তিনি আর রাহুল। সঙ্গে আরও কিছু ঘনিষ্ঠরা।
‘দিদির বাড়িতে দীপাবলি’ ক্যাপশনে ফোটো শেয়ার করলেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানে শুধু নীলাঞ্জনাই নয়, দেখা পাওয়া গেল যিশুর বড় মেয়ে সারা-রও। অভিনেতার এই পোস্টে একজন বিষ্ময় প্রকাশ করে লিখেছেন, ‘জানতামই না নীলাঞ্জনার সঙ্গে আপনার সম্পর্ক আছে!’ এই ছবিতে টলিউডের আরেক অভিনেতাকেও দেখা গেল, তিনি হলেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: আরজি কর নিয়ে এমনিতে উৎসব আমেজে ভাঁটা! এবছর কেন ফোঁটা হচ্ছে না পল্লবী-প্রসেনজিতের
দীর্ঘদিন ধরেই নীলাঞ্জনা আর রাহুল চেনেন একে-অপরকে। কারণ যিশু-পত্নীর প্রযোজনায় হরগৌরী পাইস হোটেলে কাজ করেছেন রাহুল অনেকদিন। এখানেই শেষ নয় সিসিএলের হয়ে একসঙ্গে খেলেছেনও রাহুল-যিশু।
আরও পড়ুন: বয়সের ভারে নুয়ে পড়েছেন! পাপারাজ্জি দিখেই ‘না’, কেন ফোটো তুললেন না তনুজা
যদিও যিশু কেমনভাবে দিওয়ালি কাটালেন তা জানা নেই। কারণ অভিনেতা কোনো পোস্ট করেননি সোশ্যালে। যদিও খবর রয়েছে, তিনি এখন কলকাতাতেই রয়েছেন। সম্পর্ক ভাঙার কারণ হিসেবে সামনে এসেছিল, অভিনেতা নিজের আপ্ত সহায়ক শিনাল সুর্তির প্রেমে পড়েছেন। এমনকী, মুম্বইতে সহবাসও করছেন। যদিও এই নিয়ে মুখ খোলেননি এখনও কোনো পক্ষই।
আরও পড়ুন: তথ্যের গরমিল কেবিসি-তে! অমিতাভের করা প্রশ্নে ভুল নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
এদিকে, রাহুলকে দিওয়ালি কাটাতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা আর সহজের সঙ্গে। বছর দুয়েক আগেও ডিভোর্সের মামলা চলছিল রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের। তবে ছেলে সহজের কথা ভেবে সম্পর্ককে ‘সহজ’ করার চেষ্টায় আছেন দুজন। স্ত্রী ও ছেলের সঙ্গে একটি সেলফি দিয়েছিলেন অভিনেতা, যেখানে দেখা গিয়েছিল ৩জনেরই কালো পোশাক গায়ে। রাতের আঁধারে দিওয়ালির আলোতে ছবি তোলা ছাদে। আর এই পোস্টের ক্যাপশনে রাহুল লিখেছিলেন, ‘কালীপুজোর রাতে ছাদে তিনটে ভূতের নাচন’।
যাতে এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর ফ্রেম ❤❤ খুব ভালো ও আনন্দে থাকো তোমরা সবাই’। আরেকজন লেখেন, ‘দীপাবলির শুভেচ্ছা রইলো। এই রকম ক্যাপশন তোমার পক্ষেই দেওয়া সম্ভব।খুব ভালো থেকো তোমরা সবাই’।