বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahul-Priyanka: ম্যাচিং পোশাক, প্রিয়ঙ্কার সঙ্গে ছবি কি সম্পর্ক ঠিক হওয়ার লক্ষণ? মুখ খুললেন রাহুল

Rahul-Priyanka: ম্যাচিং পোশাক, প্রিয়ঙ্কার সঙ্গে ছবি কি সম্পর্ক ঠিক হওয়ার লক্ষণ? মুখ খুললেন রাহুল

জোড়া লাগল রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক?

প্রিয়াঙ্কার সঙ্গে ছবি শেয়ার করেছেন রাহুল। আর তারপরই রব উঠল সব মিটিয়ে নিয়েছেন দুজন। সত্যি কি তাই? শুনুন কী বলছেন লালকুঠি অভিনেতা। 

রাহুল আর প্রিয়াঙ্কার জুটি নিয়ে একসময় উৎসাহ কম ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাতে দূরত্ব আসে। অফিসিয়ালি ডিভোর্স না হলেও, একে-অপরের থেকে দূরে থাকা শুরু করেন। যা মনে কষ্ট দিয়েছিল অনেক ভক্তকেই। তবে বিচ্ছেদের পথে হাঁটলেও ‘সহজ’ সমীকরণ তাঁদের। ছেলের দায়িত্ব একসঙ্গে নেন।

তবে মঙ্গলবার রাহুলের শেয়ার করা একটি পোস্ট যেন উসকে দিল ভাঙা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনাকে। উৎসবের মরশুম এখন শহর জুড়ে। তারই মাঝে ফের একফ্রেমে এলেন রাহুল-প্রিয়াঙ্কা। অভিনেতার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কালো টি-শার্টে টুইনিং করেছেন তাঁরা। মাঝে বসে আছে ছেলে সহজ। তিনজনের মুখেই চও়ডা হাসি। রাহুল এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ত্রয়ী’। আর তারপর থেকেই জল্পনা উঠতে থাকে, দূরত্ব ঘুচছে। কাছাকাছি আসছেন তাঁরা।

এই নিয়ে সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে একটু বিরক্তই হন রাহুল। কড়া জবাবে বলেন, ‘আমাদের তরফে কি গেছে এরকম কোনও বার্তা? মনে তো হয় না। এই নিয়ে কথা বলার মতো পরিস্থিতিতে আমি নেই, সময়ও নেই। আমি মূলত অভিনয়টাই করি।’

ছবি দেখে এক ভক্ত লিখলেন, ‘এরকম ছবিই জীবনটাকে আরও সহজ করে দেয়’। আরেকজন লিখলেন, ‘এর থেকে ভালো ফ্রেম আর কিচ্ছু হতে পারে না’।

‘চিরদিনই তুমি যে আমার’ থেকে তাঁদের সম্পর্কের শুরু। এরপর ২০১০ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু বিয়ের বয়স ৬-৭ বছর এগোতে না এগোতেই আলাদা হয়ে যায় দুজনের পথ। তবে বিচ্ছেদ মানে কিন্তু সম্পর্ক খারাপ হওয়া নয় তাঁদের কাছে। রাহুল একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'প্রিয়াঙ্কার সঙ্গেও এখন খুব ভাল বন্ধুত্বের সম্পর্ক আমার। আর একটা জিনিস মনে করি, আমি প্রেমিকের তুলনায় বন্ধু হিসেবে বেশি ভাল মানুষ'।

 

বন্ধ করুন