একটা সময় টলিপাড়ার মিষ্টি জুটি ছিল রাহুল-প্রিয়াঙ্কা। রুপোলি পর্দার মতোই ‘হ্যাপি এন্ডিং’ হয়ত নেই ‘চিরদিনই তুমি যে আমার’ জুটির কিন্তু এখন অনেকটা ‘সহজ’ প্রাক্তন জুটির সম্পর্ক। এক ছাদের তলায় না থাকলেও খাতায়-কলমে আজও স্বামী-স্ত্রী দুজনে। একমাত্র ছেলের জন্য দূরত্ব,মন কষাকষি ভুলে ফের কাছাকাছি দুজনে। গুঞ্জন ঘুরছিল অনেক দিন ধরেই, এবার যেন সেই গুজবেই শিলমোহর। আজকাল রাহুল-প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়ার পাতায় হামেশাই তিনজনের একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত ধরা পড়ে। দোলের দিনেও সহজের বাবা-মা'কে পাওয়া গেল একফ্রেমে।
সাদা পোশাকে রং মিলান্তি তিনজনের। আবির রাঙানো গাল আর চোখে রঙিন চমশায় জমজমাট রাহুল-প্রিয়াঙ্কা-সহজের হোলির সেলিব্রেশন। সেই ছবি শেয়ার করে রাহুল লিখলেন, ‘আমাদের তরফ থেকে হোলির শুভেচ্ছা’। সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা নেটমাধ্যমে। সহজের জন্যই রাহুল-প্রিয়াঙ্কার এই জুড়ে জুড়ে থাকা। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন মানিসকভাবে বাবা-মা'র চেয়ে অনেক পরিণতি সহজ। রাহুল তো বলেই ফেললনে, ‘সিনেমাতে কোনও চুমুর দৃশ্য দেখালে সহজ মুখ ঘুরিয়ে রাখে।’
ছেলের বয়স সবে ৯ বছর! এখন থেকেই অ্যানিমেশন ডেভেলপ করার ভাবনা-চিন্তা সহজের। নিজের ইউটিউব চ্যানেল পর্যন্ত রয়েছে তাঁর। বাবা-মা'র সিনেমা সে দেখে না। এখনও পর্যন্ত মায়ের একটা সিনেমা আর বাবার 'ম্যাডি' নাটক দেখেছে সে। রাহুলের আশঙ্কা, ‘আমাদের সিনেমার চুম্বন দৃশ্য দেখলে সহজ স্তব্ধ হয়ে যাবে!’
রাহুলের পরিচালনায় অভিনয়ের দুনিয়ায় পা রাখছে সহজ। ছবির নাম ‘কলকাতা ৯৬’। যদিও প্রযোজনা সংক্রান্ত জটিলতার জেরে আপতত আটকে সেই প্রোজেক্ট। বাবা-মা'র দূরত্ব অনেকটাই দূর করেছে সহজ। সহজের জন্যই কি এখন অনেকটা কাছাকাছি রাহুল-প্রিয়াঙ্কা? এই নিয়ে মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘কোভিড, লকডাউন, আমার অ্যাকসিডেন্ট– সব কিছুর পর একটা জিনিস মনে হয় খুব– জীবনটা খুব অস্থায়ী। খুব দরকার সুন্দর স্মৃতি তৈরি করার। আমি এখন বাবা-মায়ের সঙ্গে অনেক বেশি থাকার চেষ্টা করি। তেমন সহজও চায় তার মা-বাবার সঙ্গে সময়টা কাটাতে। ওরও দু’জনকেই দরকার।’ প্রিয়াঙ্কার আরও সংযোজন, তিনি কোনওদিন চান না তাঁর ইগোর জন্য দাদু-ঠাকুমার সান্নিধ্য থেকে বঞ্চিত হোক সহজ। বললেন,'আশা করছি উই ক্যান ফিগার আউট থিংস উইথ টাইম।'