বছরখানেক আগেও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকারের মধ্যেকার সমস্যা নিয়ে হত কতই না আলোচনা। তবে বর্তমান সময়ে, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি এসেছেন দুজনে। এখানেই শেষ নয়, দীর্ঘ সময় ধরে চলতে থাকা ডিভোর্সের মামলাও তুলে নিয়েছেন। এখন মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় একত্রে ছবি শেয়ার করতে দেখা যায় এই দম্পতিকে।
রাহুল শুক্রবার সকালে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল এক ঝর্ণার সামনে সহজের সঙ্গে মা-বাবা। ছবির ক্যাপশনে রাহুল লিখেছেন, ‘সুদূর ঝর্ণার জলে’।
আরও পড়ুন: মমতাকে চমকে দিলেন বাংলার ৪ গায়ক, কী এমন করলেন নচিকেতা, সুমন, ইন্দ্রনীল, প্রতুল
মা-ছেলের গায়ে কালো হুডি ওয়ালা জ্যাকেট, আর রাহুলের গায়ে ডেনিম জ্যাকেট। পাথরের উপর বসে আছেন প্রিয়াঙ্কা আর সহজ। পাশ দিয়ে পাথরে হেলান দিয়ে রাহুল। নিসন্দেহে এটি একটি মিষ্টি পারিবারিক ফ্রেম।
ছবি দেখে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘এভাবে একটা ভেঙে যাওয়া সম্পর্ককে ছোট্ট সহজ যেভাবে সহজ করে তুললো, তার জন্য ওর কৃতিত্ব অসীম। সহজ নামটা সত্যিই সার্থক। তোমাদের পথচলা এভাবেই সুন্দর হয়ে উঠুক। ভালো থেকো সহজ।’ দ্বিতীয়জন লেখেন, ‘এই ভাবেই একে অন্যের পরিপূরক হয়ে ভালোবেসে জীবনটা কাটিও। খুব ভালো থেকো রাহুল তোমরা সবাই।’ আবার তৃতীয়জনের মন্তব্য, ‘এই একটি ছবিতে সকালটা সুন্দর হয়ে গেলো। মন ও চোখের শান্তি এই রকম ছবি দেখে।’
আরও পড়ুন: মুম্বইয়ে বিরাট-রোহিতদের জন্য জনপ্লাবন! মন ছুঁয়ে যাওয়া বার্তা শাহরুখ-সৃজিতের
হ্যাঁ, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কার ডিভোর্সটা হতে হতেও হয়নি। তাঁদের একমাত্র ছেলে সহজই সবকিছু সহজ করে দিয়েছে। করোনা লকডাউনের পরবর্তী সময়ে, সবটা আবার নতুন করে শুরু করেছেন।
আরও পড়ুন: ‘অনেক বড় বংশের…’, হবু জামাই আরসালানকে নিয়ে মুখ খুললেন হৃতিক প্রাক্তন সুজন খানের মা, কবে বিয়ে?
২০১০ সালে চার হাত এক হয়েছিল। কিছু সময়ের মধ্যে ছেলে সহজও এসেছিল কোলে। তবে ২০১৭ সালে আলাদা হয়েছিল রাস্তা। তবে দুজনেই স্পষ্ট করেছেন, পাকাপাকিভাবে এক ছাদের তলায় আসেননি তাঁরা এখনও। একটু একটু করে পথ এগনোতেই দুজনে এখন বিশ্বাসী।
‘প্রিয়াঙ্কা ওর মা-বাবার সঙ্গে থাকে। আমার সঙ্গে আমার মা থাকে। সহজ স্কুল থেকে ফেরার পর আমি কাজ না থাকলে ওখানে থাকি। প্রিয়াঙ্কা যে কটাদিন ছুটি পায় এই বাড়িতেই ল্যাদ খায়। আমরা একসঙ্গে প্রচুর খাওয়া দাওয়া করি। এখন এভাবেই দিন কাটছে।’, বলেছিলেন রাহুল সাংবাদিক নিবেদিতাকে দিনকয়েক আগের এক সাক্ষাৎকারে।