করোনার জেরেই রাজ্যজুড়ে কার্যত জারি রয়েছে লকডাউন। এই পরিস্থিতি গত ৮ দিন ধরে বন্ধ রয়েছে শ্যুটিংয়ের কাজ। তার মাঝেই খারাপ খবর এল টলিগঞ্জ থেকে। এবার করোনার কোপে পড়লেন ‘দেশের মাটি’র রাজা রাহুল বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে সোমবার কোভিড পজিটিভ হওয়ার কথা জানান রাহুল।
দেশের মাটি পরিবারের নোয়া-ও এর আগে কোভিড পজিটিভ হয়েছিলেন। এবার করোনার গ্রাসে রাহুল। ফেসবুকে বেশ রসিকতা করেই কোভিড আক্রান্ত হওয়ার কথা জানান রাহুল। সঙ্গে সঙ্গেই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠান টলিপাড়ার বন্ধু, অনুরাগীরা। অনেকে আবার এই পরিস্থিতিতে সুস্থ থাকতে কী ধরণের ডায়েট চার্ট ফলো করতে হবে সেই তালিকাও রাহুলকে বিস্তারিত লিখে দিয়েছেন।
টেলিভিশন ও ছবির দুনিয়ার পরিচিত মুখ রাহুল। গত দেড় দশক ধরে বাঙালি দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন তিনি। সম্প্রতি 'রাজা' হিসাবে দর্শকদের ভালোবাসা কুড়োচ্ছেন অভিনেতা।