বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahul Dev Bose: বলিউডে পা রাখছেন টলিপাড়ার আরও এক অভিনেতা, নীরজের 'খাকি'-তে প্রসেজিৎ, জিৎ এর সঙ্গে রাহুল দেব বোস

Rahul Dev Bose: বলিউডে পা রাখছেন টলিপাড়ার আরও এক অভিনেতা, নীরজের 'খাকি'-তে প্রসেজিৎ, জিৎ এর সঙ্গে রাহুল দেব বোস

খাকিতে প্রসেজিৎ-জিৎ-এর সঙ্গে এবার রাহুল দেব বোস

নীরজ পাণ্ডের আগামী সিরিজ় ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ শুধু বঙ্গ-কানেকশন! নেটফ্লিক্সের এই সিরিজে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক। আর এবার এই সিরিজের সঙ্গে নাম জুড়ে গিয়েছে রাহুল দেব বোসেরও।

এবার বলিউডের পথে যাত্রা করলেন টলিপাড়ার আরও এক অভিনেতা। নীরজ পাণ্ডের 'খাকি-২'-তে শ্যুটিং করছেন অভিনেতা রাহুল দেব বোস। ইতিমধ্যেই 'খাকি ২'-এর জন্য শ্যুটিংও করে ফেলেছেন রাহুল। হ্য়াঁ, ঠিকই শুনছেন। এখবর এক্কেবারেই পাক্কা। যদিও হিন্দুস্তান টাইমস বাংলার তরফে রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, ‘আমি এটা নিয়ে আপাতত কোনও কথাই বলতে চাই না’।

তবে জানা যাচ্ছে, নীরজ পাণ্ডের আগামী সিরিজ় ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ শুধু বঙ্গ-কানেকশন! নেটফ্লিক্সের এই সিরিজে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক। আর এবার এই সিরিজের সঙ্গে নাম জুড়ে গিয়েছে রাহুল দেব বোসেরও।

সূত্রের খবর, রাহুল দেব বোসকে খাকিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। নেগেটিভ নয়, পজেটিভ চরিত্রেই অভিনয় করছেন তিনি। সিরিজের জন্য একাধিক লুক রয়েছে তাঁর। যদিও বাংলা টেলিভিশনের দর্শকরা রাহুলকে বেশিকভাগ ক্ষেত্রে খলনায়ক হিসাবেই দেখেছে। এই সিরিজেই খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন টলিউডের বুম্বা দা-অর্থাৎ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিরিজে দেখা যাবে টলিপাড়ার আরও এক সুপারস্টার জিৎ-কে। যদিও রাহুলকে জিৎ কিংবা প্রসেনজিৎ, কারোর সঙ্গেই দেখা যাবে না।

অভিনেতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানাচ্ছেন, রাহুল দেব বোস এই সিরিজের জন্য অডিশন দিয়েছিলেন, সেই অডিশন দেখে তাঁকে বেছে নেন প্রযোজক নীরজ পাণ্ডে।

তবে শুধু অভিনেতারাই নয়, এই সিরিজের গল্পেও একটা বড় অংশে রয়েছে বাংলা। এমনকি সিরিজের পরিচালকও কলকাতারই বাঙালি, নাম দেবাত্ম মণ্ডল, যিনি কিনা ‘জগ্গা জাসুস’ ছবির চিত্রনাট্যকার। ছবির সিনেমাটোগ্রাফার 'ধোবি ঘাট', ‘ময়দান’-এর তুষারকান্তি রয়।

এর আগে ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ তৈরি করেছিলেন নীরজ পাণ্ডে। সেই সিরিজে একজন পেশাগত পুলিশ অফিসারের জীবনের সততার নানা দিক তুলে ধরা হয়েছিল। দেখানো হয়েছিল তিনি কীভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তবে এবার নীরজ পাণ্ডের এই সিরিজে এবার কলকাতার গল্পে কোন টুইস্ট উঠে আসবে, সেটাই এখন দেখা। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

প্যানিক অ্যাটাক, কখন এটির সম্মুখীন হতে পারেন? লক্ষণগুলি জেনে নিন ‘আমাদের বাড়িতে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন’ নীতীশ! বিস্ফোরক দাবি তেজস্বীর বাড়ির পাশেই খেলছিল, গোয়ায় ৪ বছরের ইউরোপীয় শিশুকে ধর্ষণ, ধৃত বিহারের যুবক কীভাবে RG Kar-র জন্য কলকাতার ৫২টি স্কুলের প্রাক্তনীরা একত্রিত হল, জানালেন আয়োজক ‘মমতা তোমায় ভালবাসি’, কবিতা কবীর সুমনের! উপদেশ, ‘এই বিদ্রোহে, উৎসব-পথে চ'লো না…’ ‘রেসপেক্টেড ম্যাম,’ ওদের সরিয়ে দিন,ভোররাতে মমতাকে চিঠি ডাক্তারদের, আর কী লিখলেন? মহালয়ার আগেই ফাল্গুনী নক্ষত্রে বিরল সংযোগ! দুর্গাপুজোর আগে কী ঘটতে চলেছে? মালয়েশিয়াকে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিতে ভারত বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারতের এই ক্রিকেটারকে নিয়ে অজিদের সতর্ক করলেন পন্টিং মালাইকার বাবার ছাদ থেকে ঝাঁপ! প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, গেলেন অর্জুনও,তারপর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.