আরজি করের বিচার চেয়ে রাতে এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে প্রতিবাদ করে শহরবাসী। বাড়িতে বাড়িতে জ্বলে ওঠে মোমবাতি। প্রতিবাদের এই রূপ চেহারা দেখে মুগ্ধ হয়েছেন ইমন চক্রবর্তী, রাহুল দেব বসু, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা।
কী ঘটেছে?
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে এদিন পথে নেমেছিল হাজার হাজার মানুষ। কলকাতার বিভিন্ন প্রান্ত তো বটেই, রাজ্য সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এদিন আবারও চলে রাত দখলের কর্মসূচি। যাঁরা এদিন পথে নামতে পারেননি তাঁদের বলা হয় রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের সব আলো নিভিয়ে সকলে যেন মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান। আর এরপরই কারেন্ট থাকার পরও অন্ধকার ডুবে যায় গোটা শহর। এমনকি নিভিয়ে দেওয়া হয় ভিক্টোরিয়ার আলোও। আর সেই ঘটনার জন্যই শহর এবং শহরবাসীর প্রশংসায় পঞ্চমুখ হন তারকারা।
অকাল দীপাবলির প্রশংসা করে কে কী লিখলেন?
এদিন এক ঘটনার তারিফ করে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর ঘর অন্ধকার। আর একটি মোমবাতি জ্বলছে। এই ভিডিয়ো পোস্ট করে তিনি কেন, 'যেন গোটা শহর জুড়ে কারেন্ট অফ হয়েছে। আর এবার সেটা নিজেরা বেছে নিয়েছি।'
রাহুল দেব বসু লেখেন, 'ঘরের সব আলো বন্ধ করলাম। বাড়ি থেকে আপডেট, সাউথ সিটির সব আলো, রিসেপশনের সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে। আরজি করের বিচার চাই।'
শহরের তারিফ করতে বাদ যাননি ইমন চক্রবর্তীও। তিনি এদিন লেখেন, 'আমার শহরে আজ অকাল দীপাবলি।' একই সঙ্গে তিনি এই পোস্টে জাস্টিস ফর আরজি কর কথাটা লিখতে ভোলেননি।
প্রসঙ্গত, এদিন কেবল ঘরের আলো নেভানো নয়। পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। ছিলেন তারকারাও। এদিন শ্যামবাজারে রাত দখলের অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত যোগ দিতে এলে তাঁকে জনরোষের মুখে পড়তে হয়। গো ব্যাক স্লোগান শুনে ফিরে যান অভিনেত্রী।