বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman- Pinky- Rahul: 'অকাল দীপাবলি…', আচমকাই শহর ডুবল অন্ধকারে, শহরের প্রতিবাদের নতুন ভাষা দেখে মুগ্ধ ইমন-পিঙ্কি- রাহুলরা

Iman- Pinky- Rahul: 'অকাল দীপাবলি…', আচমকাই শহর ডুবল অন্ধকারে, শহরের প্রতিবাদের নতুন ভাষা দেখে মুগ্ধ ইমন-পিঙ্কি- রাহুলরা

শহরের প্রতিবাদের নতুন ভাষা দেখে মুগ্ধ ইমন-পিঙ্কি- রাহুলরা

Iman- Pinky- Rahul: আরজি করের বিচার চেয়ে রাতে এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে প্রতিবাদ করে শহরবাসী। বাড়িতে বাড়িতে জ্বলে ওঠে মোমবাতি। প্রতিবাদের এই রূপ চেহারা দেখে মুগ্ধ হয়েছেন ইমন চক্রবর্তী, রাহুল দেব বসু, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। কে কী লিখলেন?

আরজি করের বিচার চেয়ে রাতে এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে প্রতিবাদ করে শহরবাসী। বাড়িতে বাড়িতে জ্বলে ওঠে মোমবাতি। প্রতিবাদের এই রূপ চেহারা দেখে মুগ্ধ হয়েছেন ইমন চক্রবর্তী, রাহুল দেব বসু, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে চিকিৎসকদের প্রতিবাদের 'মুখ' তিনি, কিন্তু কে এই কিঞ্জল নন্দ, কোন কোন ছবিতে দেখা গিয়েছে তাঁকে?

আরও পড়ুন: 'আঁতেলদের অভদ্রতামি সুপ্ত থাকে', কাঞ্চন বিতর্কে নেটিজেনকে 'রূঢ়' ভাষায় কটাক্ষ করতেই ঋত্বিককে তুলোধোনা তৃণমূল সমর্থকের

কী ঘটেছে?

আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে এদিন পথে নেমেছিল হাজার হাজার মানুষ। কলকাতার বিভিন্ন প্রান্ত তো বটেই, রাজ্য সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এদিন আবারও চলে রাত দখলের কর্মসূচি। যাঁরা এদিন পথে নামতে পারেননি তাঁদের বলা হয় রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের সব আলো নিভিয়ে সকলে যেন মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান। আর এরপরই কারেন্ট থাকার পরও অন্ধকার ডুবে যায় গোটা শহর। এমনকি নিভিয়ে দেওয়া হয় ভিক্টোরিয়ার আলোও। আর সেই ঘটনার জন্যই শহর এবং শহরবাসীর প্রশংসায় পঞ্চমুখ হন তারকারা।

অকাল দীপাবলির প্রশংসা করে কে কী লিখলেন?

এদিন এক ঘটনার তারিফ করে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর ঘর অন্ধকার। আর একটি মোমবাতি জ্বলছে। এই ভিডিয়ো পোস্ট করে তিনি কেন, 'যেন গোটা শহর জুড়ে কারেন্ট অফ হয়েছে। আর এবার সেটা নিজেরা বেছে নিয়েছি।'

রাহুল দেব বসু লেখেন, 'ঘরের সব আলো বন্ধ করলাম। বাড়ি থেকে আপডেট, সাউথ সিটির সব আলো, রিসেপশনের সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে। আরজি করের বিচার চাই।'

শহরের তারিফ করতে বাদ যাননি ইমন চক্রবর্তীও। তিনি এদিন লেখেন, 'আমার শহরে আজ অকাল দীপাবলি।' একই সঙ্গে তিনি এই পোস্টে জাস্টিস ফর আরজি কর কথাটা লিখতে ভোলেননি।

আরও পড়ুন: ‘ইসলামোফোবিয়া আবার বেড়ে না যায়’, ২৫ বছর আগে কান্দাহারে প্লেন হাইজ্যাকের সময় কী ভেবেছিলেন নাসিরুদ্দিন?

আরও পড়ুন: 'এ এক অন্য কলকাতা', ধর্নারত চিকিৎসকদের নিজের ওয়াটার বটল থেকে জল খাওয়াল স্কুল পড়ুয়া, মুগ্ধ নেটপাড়া

প্রসঙ্গত, এদিন কেবল ঘরের আলো নেভানো নয়। পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। ছিলেন তারকারাও। এদিন শ্যামবাজারে রাত দখলের অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত যোগ দিতে এলে তাঁকে জনরোষের মুখে পড়তে হয়। গো ব্যাক স্লোগান শুনে ফিরে যান অভিনেত্রী।

বায়োস্কোপ খবর

Latest News

'রাত দখলের নামে সিপিএম – বিজেপির ঝান্ডা নিয়ে মাতলামো করছে' দোষীরা শাস্তি পাক: আরজি কর কাণ্ডে গর্জে উঠল বাইশ গজ, কী বললেন ঋদ্ধি-মনোজ? আম্বানির ডাকে গণেশ পুজোয় করিনা-সইফ-সোনমরা! কার সাজ বেশি সুন্দর লাগল আপনার 'নিরপেক্ষভাবে কাজ করুন, নইলে পুলিশকর্মীদের নিম গাছে বেঁধে রাখব' SOP মেনে তদন্ত করেনি পুলিশ, লোপাট হয়ে থাকতে পারে প্রমাণ: নির্ভয়া মামলার অফিসার ICC-র নতুন চেয়ারম্যান জয় শাহকে নিয়ে কী ভাবছে পাকিস্তান? কী বললেন PCB প্রধান? গণপতির সামনে হাত জোড় করে বসে গৌরী! গণেশ পুজো ধুমধাম করে হল শাহরুখের মন্নতে ২০০৮ সালেই রোহিত শর্মাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন কিউয়ি তারকা বাংলাদেশে গণেশ পুজোয় ভাঙচুর, তারই মাঝে সিদ্ধিদাতার আরাধনায় লিটন দাস Paralympics 2024 Day 10: রুপো সোনায় বদলে গেল! ২৯টি পদক জিতে ১৬ নম্বরে উঠল ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.