আগামী বছরই লোকসভা ভোট। বাজি পাল্টে কার দখলে যাবে দিল্লির মসনদ সেটা নিয়ে চর্চা থেকে প্রস্তুতি দুই তুঙ্গে। তার ঠিক আগেই কর্মীদের উদ্বুদ্ধ করতে, একই সঙ্গে তাঁদের এবং সাধারণ মানুষের নজর কাড়তে একটি নতুন ভিডিয়ো পোস্ট করল কংগ্রেস। সদ্যই মুক্ত পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির প্রিভিউ। সোমবার মুক্তি পেয়েছে এই প্রিভিউ। সেখানে একজন জওয়ান কে হয়, কীই বা তার পরিচয়, সে পাপ না পূণ্য, ভালো নাকি খারাপ সেটা নিয়ে একটা দীর্ঘ সংলাপ আছে, সেটাকেই রাহুল গান্ধীর প্রচারের জন্য বেছে নিল কংগ্রেস।
টুইটারে পল্লবী ঘোষ নামক একজন মহিলা এই ভিডিয়ো পোস্ট করেছেন, যা এখন রীতিমত ভাইরাল। তবে তিনি একা নন, আরও একাধিক কংগ্রেস কর্মীরা এই ভিডিয়ো শেয়ার করেছেন।
কংগ্রেসের ভারত জড়ো যাত্রার ভিডিয়োর সঙ্গে জওয়ান ছবি প্রিভিউতে থাকা শাহরুখের সংলাপ জুড়ে দেওয়া হয়েছে। এই ভিডিয়োর টাইটেল দেওয়া হয়েছে জওয়ান, ‘রাহুল, এক যোদ্ধা’ এবং ‘রাহুল গান্ধী দ্য ওয়ারিয়র’।
আরও পড়ুন: ২ মিনিটের ভিডিয়োয় একাধিক রূপ! শাহরুখ আসলে কে হিরো না ভিলেন? প্রশ্ন তুলল অ্যাটলির জওয়ান
শাহরুখের যে জনপ্রিয় সংলাপ আছে ‘নাম তো সুনাহি হোগা’ সেটাকে দিয়েই কংগ্রেসের এই ভিডিয়ো শেষ হচ্ছে। আর সেখানে স্ক্রিনে রাহুলকে দেখা যাচ্ছে।
পল্লবী ঘোষ তাঁর টুইটার অ্যাকাউন্টে সোমবার রাতে এই ক্রসওভার ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'দ্য নিউ রাহুল গান্ধী প্রোমো। শাহরুখের জওয়ান ছবির ভিত্তিতে।' ইতিমধ্যেই তাঁর এই পোস্ট করা ভিডিয়োটি ৬৩.৬ হাজার ভিউজ পেয়েছে।
অনেকেই এখানে নানা ধরনের মন্তব্য করেছেন। রাহুলের জন্য একাধিক বিরূপ মন্তব্য এসেছে। একজন লেখেন, '২০২৪ -এ যদি আর না হয়, তাহলে এবার একবার বলিউডে চেষ্টা করে দেখতে পারেন।' আরেকজন লেখেন, 'তিনি কোন কাজটা করেছেন যে এসব শেয়ার করছেন। এসব ভিডিয়ো পোস্ট করেও কোনও লাভ নেই।' অন্য এক নেটনাগরিকের মতে, 'রাজনীতিতে ওঁকে রেখে আর সময় নষ্ট করবেন না। বলিউডে পাঠান।'