কথা মতোই ৫ অগস্ট ফেডারেশন রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেন। সোমবার জানা যায় সমস্ত জট কাটিয়ে রাহুল পরিচালক হিসেবেই কাজে ফিরতে পারেন। তাঁর উপর আর বহাল থাকছে না ৩ মাসের ব্যান। আর তারপরই মঙ্গলবার ৬ অগস্ট ফ্লোরে আসেন রাহুল। SVF এর এবারের পুজোর ছবির পরিচালনা করবেন তিনিই। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে হবে শ্যুটিং। আর এদিন কাজে ফিরেই কী জানালেন তিনি?
আরও পড়ুন: 'খুব একটা কঠিন সময়, শুধু চাই যে...' অগ্নিগর্ভ বাংলাদেশ, সহপ্রযোজকের মৃত্যুর পর কী বললেন দেব?
আরও পড়ুন: অভিনেতা না হলে সেক্স থেরাপিস্ট হতেন আমির! বললেন 'সঙ্গিনীকে খালি বলব কাছে এসো, বাকিটা...'
কাজে ফিরে কী জানালেন রাহুল?
কাজে ফেরার অনুভূতি প্রসঙ্গে এদিন আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানালেন, ' ভীষণ খুশি আমি। শুরু থেকে যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের অনেক ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজ ফ্লোরে গিয়ে সবথেকে বেশি আনন্দ হয়েছে।' তিনি এদিন আরও জানান, 'একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু আমায় খোকা করে ফ্লোরে পাঠানোর জন্য আমি স্বরূপ দার (স্বরূপ বিশ্বাস) কাছে কৃতজ্ঞ। আমরা একটা পরিবারের অংশ। আজ একটা জিনিস বুঝলাম। পরিচালক ছাড়া ছবি হলেও টেকনিশিয়ান ছাড়া কোনও ভাবেই ছবি হতে পারে না। আমি গোটা ফেডারেশন সহ দলের কাছে কৃতজ্ঞ।'
প্রসঙ্গত বাংলাদেশের OTT মাধ্যম চরকির জন্য লহু নামক সিরিজের কথা ছিল রাহুল মুখোপাধ্যায়ের। কলকাতায় শ্যুটিং হওয়ার কথা ছিল, কিন্তু চরকির সমস্যা ছিল এখানকার শর্ত মেনে কাজ করায়। তাই তাঁরা বাংলাদেশে শ্যুটিং করে। আর রাহুল এই সিরিজের পরিচালনা করেন বাংলদেশে গিয়েই ফেডারেশনকে কিছু না জানিয়েই। তাই তাঁকে শাস্তি দেওয়া হয়েছিল। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুলেছিল FCTWEI। আর সেই কারণেই তাঁকে ফেডারেশনের তরফে কর্মবিরতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাই তখন রাহুলের সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না টেকনিশিয়ানরা। কিন্তু এদিন সকলেই সময় মতো চলে আসেন ফ্লোরে। কাজ করেন।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, ধর্মকে দুষে কঙ্গনা বললেন, 'ইসলামিক রাষ্ট্রেই এসব হয়...'
অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকার এদিন সেটে উপস্থিত ছিলেন। তাঁদের কিছু দৃশ্যের শ্যুটিং হয় এদিন। এসেছিলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও। সিনেমাটোগ্রাফার সৌমিক হালদারও উপস্থিত ছিলেন। আবার ১৪ অগস্ট এই ছবির শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।