অবশেষে ‘নিষেধাজ্ঞা উঠল’! পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ডিরেক্টরস গিল্ড। আর এই খবর ডিরেক্টরস গিল্ড-এর তরফে জানিয়েছেন সংগঠনের সম্পাদক সুদেষ্ণা রায়। জানা যাচ্ছে, ২৫ জুলাই বৃহস্পতিবার ডিরেক্টরস গিল্ডের বৈঠকের পরই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল। অর্থাৎ আবারও পরিচালকের আসনে ফিরছেন রাহুল মুখোপাধ্যায়।
ঠিক কী ঘটেছিল?
নিয়মের বাইরে গিয়ে শ্যুটিং করার অভিযোগ ছিল 'কিশমিশ', ‘দিলখুশ’ খ্যত পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। রাহুলের উপর তিনমাসের নিষেধাজ্ঞা জারি করেছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ FCTWEI। আর এই নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ২০ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত। এদিকে এরই মাঝে SVF-এর প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাাচার্যকে নিয়ে তাঁদের পুজো রিলিজ ছবির দায়িত্বে ছিলেন রাহুল মুখোপাধ্যায়। এদিকে রাহুলকে পরিচালকের আসনে বসানোয় সংগঠনের তরফ থেকে আপত্তি ওঠে, আর তাতেই শোরগোল পড়ে যায়। রাহুলকে সরিয়ে প্রযোজনা সংস্থার তরফে কার্যনির্বাহী প্রযোজকের আসনে বসানো হয়। তবে তাতেও আপত্তি ওঠে। অনেকেই এর প্রতিবাদ জানান।
এরপরই বৃহস্পতিবার ডিরেক্টরস গিলডের তরফে বৈঠক ডাকা হয়। তারপরই শেষে পর্যন্ত রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত ফেডারেশনের তরফে রাহুলের উপর থেকে এই নিষেধাজ্ঞা তোলার বিষয়ে কিছুই জানানো হয়নি। এবিষয়ে আজই (শুক্রবার) সন্ধ্যেই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে ফেডারেশনের তরফে।