বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahul Mukherjee: পরিচালক হিসাবে কাজ করতে পারবেন না রাহুল, ডিরেক্টরস গিল্ড কর্মবিরতি তুললেও, সিদ্ধান্তে অনড় ফেডারেশন

Rahul Mukherjee: পরিচালক হিসাবে কাজ করতে পারবেন না রাহুল, ডিরেক্টরস গিল্ড কর্মবিরতি তুললেও, সিদ্ধান্তে অনড় ফেডারেশন

রাহুলের উপর সিদ্ধান্তে অনড় ফেডারেশন

স্বরূপ বিশ্বাস জানান, শনিবারই রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে ফের সাংবাদিক বৈঠক করবেন তাঁরা। তাঁদের সাফ কথা, রাহুল অনৈতিক কাজ করেছেন বলেই শাস্তি হিসাবে তাঁর উপর ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বেশকিছুদিন ধরেই টলিপাড়ায় চর্চায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়। কারণটা তাঁর উপর জারি হওয়া নিষেধাজ্ঞা। শুক্রবারই খবর মেলে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিরেক্টরস গিল্ড। আর এই খবর ডিরেক্টরস গিল্ড-এর তরফে জানিয়েছেন সংগঠনের সম্পাদক সুদেষ্ণা রায়। তবে নাহ, শেষরক্ষা হল না। ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দিল না ফেডারেশন।

শুক্রবার দুপুরে ডিরেক্টরস গিল্ডের বৈঠকে পরিচালক রাহুলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় ৩ মাসের কর্মবিরতি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। বলা হয়, রাহুল ফের পরিচালক হিসাবে কাজ করতে পারবেন। তবে ফেডারেশন তখনও ডিরেক্টরস গিল্ডের বৈঠকে হওয়া সিদ্ধান্তকে মান্য়তা দেয়নি। এরপর ওইদিনই সন্ধ্যায় বৈঠক ডাকেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি আনন্দবাজারকে জানান, পরিচালক হিসাবে নয়, কার্যনির্বাহী প্রযোজক হিসাবে তিনি SVF-এর পুজোর ছবির কাজে যুক্ত থাকবেন। স্বরূপ বিশ্বাস জানান, শনিবারই রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে ফের সাংবাদিক বৈঠক করবেন তাঁরা। তাঁদের সাফ কথা, রাহুল অনৈতিক কাজ করেছেন বলেই শাস্তি হিসাবে তাঁর উপর ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে এবিষয়ে মুখ খোলেননি পরিচালক রাহুল মুখোপাধ্যায়। SVF-র তরফেও এখনও বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি।

জানা যাচ্ছে, এক্ষেত্রে তাই SVF-এর পুজোর ছবির পরিচালকের আসনে বসছেন সৌমিক হালদার। যে ছবির কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও থাকছেন অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের রুখতে ধর্মতলায় চলন্ত বাস - লরির চাবি খুলে নিল কলকাতা পুলিশ কোয়েল মল্লিকের একটা ‘না’ গড়ে দেয় এই বলি নায়িকার কেরিয়ার, এখন জননেত্রী! চিনলেন? সামান্থার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া, গেয়ে শোনালেন ‘ও আন্তাভা’ পুরুলিয়ার বরাবাজারে পড়ল মাওবাদী পোস্টার, মহাষষ্ঠীর দিনে মহাফাঁপরে প্রশাসন ‘সুহানার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো...’ শাহরুখ কন্যায় বিরক্ত বেদাং রায়না? এ তো পুরো সন্দীপ ঘোষ! দুর্গাপুজো মণ্ডপে অসুর দেখে নেটপাড়া বলল ‘শুধু চশমাটা নেই’ পুজোর মধ্যে ব্যবসায়ীর জামাইকে অপহরণের ছক বানচাল করল পুলিশ 'এত্তটা নির্লজ্জ, অসংবেদনশীল…', পুজো মণ্ডপে ঢাকের তালে নেচে ট্রোলড তনুশ্রীরা শিশু পর্নোগ্রাফি মামলায় দোষী সাব্যস্ত ওনলি ফ্যানস কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদিদের ঠেঙিয়ে দাপুটে শতরান, জো রুট ভেঙে দিলেন সুনীল গাভাসকরদের বিরাট নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.