বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahul-Athiya Wedding: রাহুল-আথিয়ার বিয়ের অতিথি কারা? ১০০ জনের তালিকায় প্রথমেই থাকছেন…

Rahul-Athiya Wedding: রাহুল-আথিয়ার বিয়ের অতিথি কারা? ১০০ জনের তালিকায় প্রথমেই থাকছেন…

বিয়েতে কাদের নিমন্ত্রণ করবেন রাহুল-আথিয়া?

বলিউড আর ক্রিকেট জগতের মধ্যে গাঁটছড়া তো সেই কবে থেকেই চলে আসছে। পতৌদি থেকে শর্মিলা ঠাকুর, বিরাট-অনুষ্কা থেকে যুবরাজ-হেজেল, কত নামই না আছে। এবারে সেই তালিকায় সংযোজন হতে চলেছে কেএল রাহুল আর আথিয়া শেট্টির। 

বিয়ের সানাই বাজল বলে কেএল রাহুল আর আথিয়া শেট্টির। খবর রয়েছে আজ থেকেই শুরু হবে দুই তারকার প্রাক বিবাহ অনুষ্ঠান। ২৩ জানুয়ারি ঘুরবেন তাঁরা সাত পাকে। চলতি বছরের সবচেয়ে চর্চিত এই বিয়ে হবে বাবা সুনীলের খান্ডালার বাংলোতে। ২২ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার হওয়ার কথা রয়েছে মেহেন্দির। 

খবর, মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করবেন রাহুল-আথিয়া। গোপনীয়তা বজায় রাখতে এই বিয়েতেও নাকি অতিথিদের অনুমতি নিয়ে ফোন ক্যারি করার। বিয়ের অনুষ্ঠানের কোনও ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। জুম ডিজিটালের রিপোর্ট অনুসারে, খুব বেশি তারকা বিয়ের দিন নিমন্ত্রিত থাকবেন না। তবে বর করে রিসেপশন দেবেন কয়েক সপ্তাহ পরে। 

রাহুল-আথিয়ার এক ঘনিষ্ঠ এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘ক্রিকেটের ব্যস্ত সময়সূচীর প্রেক্ষিতে, মে মাসে আইপিএল শেষ হওয়ার পরে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ক্রিকেটের তারকাদের জন্য একটি রিসেপশন পার্টির পরিকল্পনা করা হয়েছে । ২৩ জানুয়ারী বিয়ের অতিথিরা ২১ জানুয়ারির পর থেকে আসবেন। যেহেতু মিডিয়া আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিয়ের খবর পেয়ে গিয়েছে, তাই অনুষ্ঠানস্থলে পাপারাজ্জিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।’ আরও পড়ুন: মেয়ে ভামিকার এই জিনিস দখল করে নিলেন অনুষ্কা? ফোটো শেয়ার হতেই ভাইরাল

বলা হয়, কমন ফ্রেন্ডের মাধ্যমে আলাপ হয় রাহুল-আথিয়ার। আর নিমেষে তাঁরা একে-অপরের সঙ্গে কানেক্ট করে ফেলেন। বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়, তারপর প্রেম। বেশ কিছুবছর লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন সেই সম্পর্ক। তবে একাধিকবার ইন্ডিয়ান ক্রিকেট টিমের পরিবারের সঙ্গে দেখা যেতে শুরু করে আথিয়াকে। তারপর ২০২১ সালে ভাই আহান শেট্টির সিনেমা তড়প-এর প্রিমিয়ারে আসেন হাত ধরাধরি করে। অফিসিয়াল শিলমোহর পড়ে যায়। আরও পড়ুন: ‘এ কী চেহারা হয়েছে!’, সলমনের নায়িকার ‘মোটা শরীর’ নিয়ে হল বডি শেমিং

এর আগে খবর হয়েছিল, সলমন খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমারের মতো বলিউডের তাবড় তাবড় অভিনেতারা সুনীল শেট্টি কন্যার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমন্ত্রিত সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, সস্ত্রীক রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, হার্দিক পাণ্ডিয়া মতো ভারতীয় ক্রিকেটাররা। 

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন