২০১৮ সালে রেইড সিনেমার অসাধারণ সাফল্যের পর গত মাসে অর্থাৎ ১ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘রেইড ২’। অজয় দেবগন এবং রীতেশ দেশমুখ অভিনীত এই ছবিটি নিমিষেই কেড়ে নিয়েছিল মানুষের মন। একদিকে অজয় দেবগনের অসাধারণ অভিনয় অন্যদিকে রীতেশের চোখ ধাঁধানো চতুরতা, সব মিলিয়ে রোমাঞ্চ থ্রিলার এই ছবিটি খুব কম দিনেই ভালো ব্যবসা করেছিল বক্স অফিসে।
আরও পড়ুন: প্রথমবার এক ফ্রেমে স্বস্তিকা-অনির্বাণ, প্রকাশ্যে ‘বিবি পায়রা’ ছবির প্রথম ঝলক
আরও পড়ুন: প্রতারিত নয় প্রতারক? পূজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্যাম সুন্দর দের স্ত্রীর
ছবি প্রসঙ্গে
অজয় দেবগন ওরফে অময় পট্টনায়েক, যিনি কিনা একজন সরকারি কর্মচারী। সরকারের নির্দেশে অবৈধভাবে লুকিয়ে রাখা সম্পত্তি খুঁজে বার করেন তিনি। প্রথম পর্বে সৌরভ শুক্লার বাড়িতে রেইড করেছিল অজয়, এবার তারই ভাগ্নে অর্থাৎ রীতেশের বাড়িতে হানা দেয় অজয় দেবগনের গোটা টিম। এরপর শুরু হয় চোর পুলিশ গল্প, প্রতিটি পরতে পরতে উঠে আসে সাসপেন্স।
বড় পর্দায় মুক্তি পাওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি। আগামী ২৭ জুন ২০২৫ নেটফ্লিক্স ডিজিটাল প্লাটফর্মে এই ছবিটি দেখতে পাবেন আপনি। যারা সিনেমা হলে ছবিটি দেখতে পারেনি তাদের জন্য এটাই হল সুবর্ণ সুযোগ।
আরও পড়ুন: স্ত্রীর জন্মদিনে আদুরে পোস্ট অনুপমের, শুভেচ্ছা জানালেন অনিলও
আরও পড়ুন: আবার বায়োপিকে জিতু, সত্যজিৎ রায়ের পর এবার কার চরিত্রে অভিনয় করবেন তিনি?
প্রসঙ্গত, এই ছবিতে অজয় এবং রীতেশ ছাড়া অভিনয় করেছিলেন বানী কাপুর, তামান্না ভাটিয়া, অমিত সিয়াল সহ আরও অনেকে। রাজকুমার গুপ্ত পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ, করন ব্যাস এবং পরিচালক নিজেই। প্রযোজনা করেছেন অভিষেক পাঠক, প্রজ্ঞা সিং, কৃষ্ণ কুমার, গৌরব নন্দ, ভূষণ কুমার এবং কুমার মঙ্গত।