রাইমা সেন যে তাঁর অভিনয় দিয়ে তাঁর অনুরাগী বা দর্শকদের মন কেড়েছেন বারবার সেটা নয়। তিনি মাঝে মধ্যেই তাঁর আম্মা অর্থাৎ দিদিমা সুচিত্রা সেনের বিভিন্ন ছবির লুক রিক্রিয়েট করে থাকেন। আর সেই ছবি দিয়ে তাক লাগিয়ে দেন সকলকে। এদিনও তার অন্যথা হল না। দেবদাস থেকে শুরু করে সুচিত্রা সেনের অন্যান্য ছবির লুক পোস্ট করে চমকে দিলেন মুনমুন সেন কন্যা।
রাইমা সেনের নতুন ফটোশ্যুট
এদিন রাইমা সেনের দুটো সাজের ছবি পোস্ট করেন মেকআপ আর্টিস্ট প্রসেনজিৎ বিশ্বাস। সেখানে একটি ছবিতে ১৯৫৫ সালে মুক্তি পাওয়া দেবদাস ছবির বিয়ের সাজের সুচিত্রার যে লুক ছিল সেটাকে রিক্রিয়েট করেছেন তাঁরা। পরনে বেনারসি, গা ভর্তি গয়না, কপালে টিপ, কলকা।
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে সুতির একটি শাড়ির সঙ্গে পুরনো দিনের নকশার ব্লাউজ পড়ে আছেন তিনি। সঙ্গে সুচিত্রা সেন যেমন মেকআপ করতেন তেমন লুক।
রাইমা সেনের এই দুই লুকের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই হইচই পড়ে গিয়েছে। মুগ্ধতা প্রকাশ করেছেন অনুরাগীরা। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে দুটো পোস্টে। ইতিমধ্যেই এই পোস্টগুলোতে ১৫ হাজারের বেশি লাইক পড়েছে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'সুচিত্রা সেনের মতো আর কেউ কখনও আসবেন না। তবে যদি কেউ ধারেপাশে যেতে পারে সেটা আপনিই।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'সৌন্দর্য আর এলিগেন্সের পারফেক্ট মিক্সচার।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'উফফ। চোখ ফেরানো দায়। এত সুন্দরী কেন আপনি?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'মরে গেলাম হালকা করে। ভীষণ মায়াবী লাগছে।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'আপনি আপনার দিদিমার মতোই সুন্দরী।'