বাংলা নিউজ > বায়োস্কোপ > Raima Sen: মুনমুন সেন-ইমরান খানের পুরনো ছবি পোস্ট রাইমার, ফের উসকে গেল অতীতের 'গসিপ'

Raima Sen: মুনমুন সেন-ইমরান খানের পুরনো ছবি পোস্ট রাইমার, ফের উসকে গেল অতীতের 'গসিপ'

মুনমুন সেন-ইমরান খানের পুরনো ছবি পোস্ট রাইমার

Raima Sen: পুরনো ছবি পোস্ট রাইমার। মা, বোনের সঙ্গে সোফায় বসে আছেন নায়িকা। কিন্তু তাঁদের সঙ্গে আছেন আরও এক ব্যক্তি। কে বলুন তো ইনি?

ফের চর্চায় উঠে এল মুনমুন সেন এবং ইমরান খানের সম্পর্কের কথা। এবার কারণ রাইমা সেনের পোস্ট করে একটি ছবি। স্মৃতিচারণ করতে গিয়ে একটি ছবি পোস্ট করে নায়িকা আর তাতেই উঠে আসে পুরনো কথা।

ইমরান খানের সঙ্গে বহু ভারতীয় অভিনেত্রীর নাম জড়িয়েছে নানা সময়ে। হাওয়ায় ভেসেছে একাধিক প্রেম কাহিনির গল্প। কখনও জিনাত আমান, কখনও আবার রেখা। বাদ যাননি বাঙালি অভিনেত্রী মুনমুন সেনও। সুচিত্রা সেন কন্যার সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠতার কথা একবার দারুণ চর্চায় উঠে আসে। মুচমুচে খবর তৈরি হয় তাঁদের নিয়ে। অনেকেই বিশ্বাস করতে থাকেন ইমরানের মুনমুনের প্রতি একটা ভালো লাগা ছিল। তবে সেটা এক তরফা নয়। মুনমুনের তরফেও তেমন কিছু ছিল বলে অনেকেই দাবি করেন। যদিও অভিনেত্রী কখনই প্রকাশ্যে সেটাকে মান্যতা দেননি। বরং হামেশাই বলেছেন তাঁরা ভালো বন্ধু।

এবার মা এবং পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি সদ্যই শেয়ার করেন রাইমা সেন। বুধবার নায়িকা কোনও ক্যাপশন ছাড়াই তাঁর ফেসবুকে একটি পুরনো ছবি পোস্ট করেন। সেই সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে মুনমুন সেন আর ইমরান খানের মাঝে বসে আছেন রাইমা। আর ইমরানের কোলে তাঁর বোন রিয়া সেন।

অভিনেত্রী এই ছবি পোস্ট করা মাত্রই সেখানে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক ব্যক্তি লেখেন, 'ভীষণ সুন্দর ছবি।' আরেকজন লেখেন, ‘ইনি ইমরান খান না?’ অনেকেই আবার কটাক্ষ করে লেখেন ‘নাইস ফ্যামিলি’।

প্রসঙ্গত ২০১৯ সালে মুনমুন সেন ভোট প্রচারের সময় জানিয়েছিলেন ইমরান খান তাঁর খুব ভালো বন্ধু হন, এবং প্রয়োজনে তিনি তাঁর সঙ্গে ফের যোগাযোগ করবেন। এমনকি ২০২২ সালে যখন ইমরান খানের উপর হামলা করা হয় তখনও তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন রাইমা এবং রিয়া। দুজনে এই ঘটনাকে কাপুরুষোচিত বলে কটাক্ষ করেন তখনঁ।

বন্ধ করুন