বাংলা নিউজ > বায়োস্কোপ > Raima Sen: 'মহিলারাই মহিলাদের আগলে রাখতে পারেন', টলিউডের যৌন নিগ্রহ নিয়ে বিস্ফোরক রাইমা

Raima Sen: 'মহিলারাই মহিলাদের আগলে রাখতে পারেন', টলিউডের যৌন নিগ্রহ নিয়ে বিস্ফোরক রাইমা

'মহিলারাই মহিলাদের আগলে রাখতে পারেন', টলিউডের যৌন নিগ্রহ নিয়ে বিস্ফোরক রাইমা

Raima Sen: বলিউড টলিউড দুটো জায়গাতেই দাপিয়ে কাজ করেছেন রাইমা। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে যে টলিউডে কাজ করতে গিয়ে বিভিন্ন অভিনেত্রী, মহিলা কলাকুশলীরা পরিচালক, অভিনেতা, প্রযোজকদের হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছেন। আর এমন অভিযোগ উঠতেই কী বললেন রাইমা সেন?

একদিকে যখন আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা, দেশ, তখনই আরেকদিকে অভিযোগ উঠেছে যে টলিউডে কাজ করতে গিয়ে বিভিন্ন অভিনেত্রী, মহিলা কলাকুশলীরা পরিচালক, অভিনেতা, প্রযোজকদের হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছেন। একাধিক অভিনেত্রী সরব হয়েছেন এমন ঘটনা যাতে আর না ঘটে এবং যা যা ঘটেছে সেগুলোতে যাঁরা অভিযুক্ত তাঁদের শাস্তি দেওয়ার দাবিতে। এমন অবস্থায় গোটা বিষয়টা নিয়ে কী বললেন রাইমা?

আরও পড়ুন: ('মেয়েকে ভদ্র হতে শেখান', ভাইরাল রানির ‘মন্তব্য’! কিন্তু সত্যিই কি 'শিবানী শিবাজী রাও' এমন বলেছেন?)

টলিউডে যৌন নিগ্রহের ঘটনা নিয়ে কী বললেন রাইমা?

রাইমা এদিন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিন্দুস্তান টাইমসকে বলেন, 'আমি নিশ্চিত এটা সব ইন্ডাস্ট্রিতে হয়। যদিও আমি এমন কিছুর কখনই সম্মুখীন হইনি তাই এই বিষয়ে কিছু মন্তব্য করব না। কিন্তু ঘটে বিষয়টা।'

তিনি এদিন আরও বলেন, 'মহিলাদের নিরাপত্তার জন্য কঠোর আইন আনা জরুরি। তাও এখনই। মি টু মুভমেন্ট তো ভারতে হয়েছে, কিন্তু তারপর কিছু বদলেছে কী? ধর্ষণ আটকানোর একমাত্র উপায় হচ্ছে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। যৌন নিগ্রহের ঘটনা সর্বত্রই ঘটে। বারবার এই মি টু করে কোনও লাভ নেই।' অভিনেত্রীর মতে এটা চক্রাকারে চলতেই থাকে।

আরও পড়ুন: ('শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাচ্ছে', আরজি কর কাণ্ডের প্রতিবাদে বড় ঘোষণা শ্রেয়ার, কোন পদক্ষেপ নিলেন গায়িকা?)

পরিশেষে রাইমা সেন এই বিষয়ে বলেন, খালি মহিলারাই মহিলাদের আগলে রাখতে পারেন এই দেশে। যতদিন পুরুষরা আইন বানাবেন মহিলাদের জন্য ততদিন এই দেশে মহিলারা মোটেই নিরাপদ নন। রাইমার কথায়, 'যে কোনো রাজ্য বলুন বা যে কোনও রাজনৈতিক নেতা এটার বদল আনতে পারবে না, মহিলারা ছাড়া। দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে। আর প্রতিটা রাজ্যই অত্যন্ত ন্যক্কারজনক ভাবে কেসগুলো সামলাচ্ছে। আমাদের বুদ্ধিমতি আইন প্রণয়নকারী মহিলা দরকার সরকার এবং বিচার বিভাগ দুই জায়গাতেই।'

আরও পড়ুন: ('ছেলেদের বোঝা উচিত যে সীমা অতিক্রম যেন...' আরজি কর কাণ্ডের পর গুড টাচ-ব্যাড টাচ নিয়ে বিশেষ বার্তা ঋতুপর্ণার)

প্রসঙ্গত রাইমা সেন টলিউড এবং বলিউড দুটো জায়গাতেই দাপিয়ে কাজ করেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে বস্তার: দ্য নক্সাল স্টোরি ছবিতে দেখা গিয়েছে। মাঝে মধ্যে তিনি অভিনয় ছাড়াও নানা ফটোশ্যুটের ছবি দিয়েই অনুরাগীদের তাক লাগিয়ে দেন।

বায়োস্কোপ খবর

Latest News

‘সাভারকর গোমাংস খেতেন’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর বিরুদ্ধে থানায় বজরং দল জয়নগরে TMC বিধায়ককে তাড়া করল জনতা, তৃণমূল সাংসদ দেখলেন চটি,উঠল গো ব্যাক স্লোগান ভারতকেই টার্গেট করছিলাম! হরমনদের উড়িয়ে ধোনিদের কাটা গায়ে নুন দিলেন NZ অধিনায়ক? ৭ বছর পর নয়া রূপে ফিরছে হকি ইন্ডিয়া লিগ, রয়েছে কলকাতার দু’টি দল উৎসবে 'না',এদিকে পুজো নিয়ে কনটেন্ট বানাচ্ছেন বং গাই!কিরণকে তুলোধোনা TMC নেত্রীর একটুর জন্য টি২০ বিশ্বকাপের সেমিতে উঠিনি, ভারতের বিরুদ্ধে নামার আগে শান্ত হুঙ্কার ‘দেবীদের মতো মেয়েদের সবসময় ১০হাতের প্রয়োজনও পড়ে না… ,' বলছেন দেবিনা ‘বয়স হয়েছে তো, সিলেকটিভ ডিমেনশিয়া হয়েছে’!ঋতুপর্ণার ‘কে ও’ প্রশ্নে জবাব শ্রীলেখার রঞ্জি ট্রফির জন্য দল ঘোষণা বাংলার, নেই শামি-ইশান; অধিনায়ক অভিজ্ঞ অনুষ্টুপই রঞ্জি ট্রফির পর ইরানি কাপ! রেস্ট অফ ইন্ডিয়াকে হারাল মুম্বই!নজরকাড়া শতরান তনুষের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.