নাম তার ইয়ালিনি, ছোট্ট ফুটফুটে এই ‘রাজ’কন্যাকে নিয়ে নেটিজেনদের আগ্রহের অন্ত নেই। তাঁকে একটিবার দেখার জন্য, তাঁর নানান হাসিখুশি মুহূর্ত দেখার জন্য অপেক্ষায় থাকে নেটপাড়া। রাজ-শুভশ্রী দুজনেই ছেলেমেয়ের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। আবার অনেকক্ষেত্রে কিছু মুহূর্ত ভাইরাল হয় ফ্যানক্লাবের কারণেও। ফের নেটপাড়ায় ভাইরাল ছোট্ট ইয়ালিনির কিছু মুহূর্ত।
রাজ-শুভশ্রী এই মুহূর্তে ইউভান-ইয়ালিনিকে নিয়ে তাঁদের হালিশহরের বাড়িতে সময় কাটাচ্ছেন। সেখান থেকেই উঠে এল রাজ-শুভশ্রী কন্যার মিষ্টি এক টুকরো মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট ইয়ালিনিকে কোলে তুলে নিয়েছেন শুভশ্রী। আর সেই খুদে মায়ের কোলে উঠে নানা মুখভঙ্গী করছে। ব্যাকগ্রাউন্ডে ভেসে এল ইয়ালিনির ঠাম্মির গলাও। শুভশ্রীকেও মেয়ের কাণ্ডকারখানায় হাসতে শোনা গেল।
আরও একটা ভিডিয়োতে উঠে এসেছে রাজ-শুভশ্রীর হালিশহরের বাড়িতে তাঁদের শোবার ঘর, ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকিয়ে পাখির কিচিরমিচির শব্দ শোনা, আবার বিছানায় রাখা বেড-টি সহ সকালের কিছু মুহূর্ত। আবার কলকাতার থেকে হালিশহরে এখন অনেকটাই বেশি ঠাণ্ডা। তাই বাঁধানো পুকুরের সামনে কাঠজ্বেলে আগুন পোহাতেও দেখা গেল শুভশ্রী-ইউভান সহ আরও অনেককেই। 'লাভ ইউ জিন্দেগি' গানের সঙ্গে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। বোঝাই যাচ্ছে শ্বশুরবাড়িতে শীতের ছুটি পরিবারের সঙ্গে সুন্দরভাবে উপভোগ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
শুভশ্রী নিজেও হালিশহরের বাড়িতে কাটানো কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন।


শনিবারই শুভশ্রীর ফ্যানক্লাবের ভিডিয়োতে উঠে এসেছিল বেশকিছু মুহূর্ত। যেখানে কখনও ছোট্ট ইউভানকে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। আবার কখনও সে পুকুরে নামার চেষ্টা করলে বাধা দেয় তার ঠাম্মি অর্থাৎ রাজের মা লীলাদেবী। কখনও আবার মাটিমেখে খেলতে দেখা যায় বছর ৪-এর ইউভানকে। কখনও আবার ছেলেকে গান গাইতে দেখে শুভশ্রী জিগ্গেস করেন, কী গান গাইছো? এমনই নানান টুকরো টুকরো মুহূর্ত উঠে এসেছিল।
আবার রবিবার নিজের ইনস্টাস্টোরিতে রাজের সঙ্গে নিজের সুখী দাম্পত্যের কিছু ঝলক শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে রাজের সঙ্গে তাঁর প্রেম, বিয়ে, অন্তঃসত্ত্বা হওয়ার পর নানান মুহূর্ত তুলে ধরেছেন অভিনেত্রী। দেখিয়েছেন রাজ কীভাবে তাঁর যত্ন নেন, মুহূর্তগুলির সঙ্গে জুড়ে দিয়েছেন 'তুমহারি প্য়ায়র কি কসম' গানটি।