চিকেন পক্সে আক্রান্ত পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। অসম্ভব কাজের চাপের মধ্যে বাড়িতে দিন কাটছে তাঁর। ঘরবন্দি হয়ে দিন কাটাতে হচ্ছে পরিচালক-বিধায়ককে। প্রায় ৫-৬ দিন আগে চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন তিনি। অসুস্থতায় স্ত্রী-পুত্রের থেকে আলাদা থাকছেন রাজ।
দক্ষিণ কলকাতায় এক বিলাশবহুল কমপ্লেক্সে থাকেন রাজ-শুভশ্রী। ছেলে ইউভান এবং পরিবারের সঙ্গে সেখানে থাকেন তাঁরা। ওই কমপ্লেক্সে আরও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে রাজের। চিকেন পক্সে আক্রান্ত হওয়ার পর পরিবারে অন্য কারও যেন সংক্রমণ না ছড়ায় তাই অন্য অ্যাপার্টমেন্টটিতে এখন একাই থাকছেন তিনি। কারও সঙ্গে দেখাও করছেন না পরিচালক-বিধায়ক।
শরীর বেশ দুর্বল। তবে আগের থেকে অনেকটাই সুস্থ আছেন পরিচালক-বিধায়ক। একদিনে ব্যারাকপুরের বিধায়কের কাজ, অন্যদিকে টলিপাড়ার টাইট শিডিউল। যদিও এই ক্রিসমাসে কিন্তু অনুরাগীদের উপহার দিতে ভোলেননি ‘রাজশ্রী'। ক্রিসমাসে ফ্যানেদের জন্য সারপ্রাইজ গিফট হিসেবে 'ধর্মযুদ্ধ'এর ট্রেলার প্রকাশ্যে এনেছেন। নতুন বছরের ২১ জানুয়ারি, মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ও প্রযোজিত এই ছবি। রাজের দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।