রাজ-শুভশ্রী টলিপাড়ার পাওয়ার কাপল হিসাবেই পরিচিত এই দম্পতি। দুই ছেলে-মেয়ে ইউভান ও ইয়ালিনিকে নিয়ে আপাতত সুখে সংসার করছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অতি সম্প্রতি দাদা ইউভানের জন্মদিনে মেয়ে ইয়ালিনির মুখ দেখিয়েছেন এই তারকা দম্পতি। আবার দুই ছেলে-মেয়েকে নিয়ে এক পারিবারিক ছবিও প্রকাশ করেছেন তাঁরা। যেখানে রাজ-শুভশ্রী-ইউভান-ইয়ালিনি, ৪জনকেই দেখা গিয়েছে।
আর এবার সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এল দুই ভাইবোন ইউভান-ইয়ালিনির এক আদুরে ছবি। যেখানে বোন ইয়ালিনিকে কোলে নিয়ে দেখা গিয়েছে দাদা ইউভানকে। ছবিতে ১০ মাসের ইয়ালিনিকে কোলে নিতে দেখা যাচ্ছে বছর ৪-এর ইউভানকে। ছোট্ট ইয়ালিনির পরনে নীল জিন্সের ফুল প্যান্ট, গালে কালো স্ট্রাইপ স্ট্রাইপ প্য়ান্ট, আর পায়ে সাদা কাপড়ের মোজা, মাথার চুল ছোট্ট ছোট্ট ক্লিপ দিয়ে আটকানো। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাব ও টলিউড অনলাইনের ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবির ক্যাপশানে লেখা, ‘বড় আদরের ছোট বোন’।
আরও পড়ুন-মিলল না অনুমতি, এদেশে শেষপর্যন্ত মুক্তি পাচ্ছে না ফাওয়াদ-মাহিরার 'দ্য লিজেন্ড অফ মওলা জাট'
এই ছবির নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তবে এই ছবিতে ইউভান-ইয়ালিনির পোশাক দেখেই বোঝা যাচ্ছে, ছবিটি ইউভানের ৪ বছরের জন্মদিনের পার্টিতে তোলা হয়েছিল। কারণ এর আগে ইউভানের জন্মদিনের পার্টির ভিডিয়োতেই এভাবেই দেখা গিয়েছিল তাঁদের।
প্রসঙ্গত ২০২০ সালে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সন্তান আসার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী। এরপর ওই কোভিড বছরের ১২ সেপ্টেম্বর প্রথমবার বাবা-মা হন রাজ-শুভশ্রী। এরপর ছেলের বয়স যখন সবে দু-বছর, তখনই ফের অন্তঃসত্ত্বা হন নায়িকা। জানিয়েছিলেন, পরিকল্পনা করেই দ্বিতীয়বার মা হচ্ছেন তিনি। এরপর নভেম্বরে শুভশ্রীর কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান ইয়ালিনি। আর এখন ছেলে-মেয়েকে নিয়ে ভরা সংসার রাজ-শুভশ্রীর।
এদিকে কাজের ক্ষেত্রে শীঘ্রই রাজ চক্রবর্তী পরিচালনায় আসতে চলেছে ‘সন্তান’। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও। মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। এছাড়া শুভশ্রীকে দেবালয় ভট্টাচার্যের 'আলেয়া'তেও দেখা যাবে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র।