৩০ নভেম্বর ১ বছরের জন্মদিন পালন করা হল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছোট সন্তান ইয়ালিনির। বড় কোনো পার্টি নয়, বরং আধ্যাত্মিকতার মধ্যে দিয়েই মেয়ের জন্মদিন কাটলেন তাঁরা। শনিবার চক্রবর্তী বাড়িতে জগন্নাথ দেবের ‘পুষ্প অভিষেক’-এর আয়োজন করা হয়েছিল। তবে কেক কাটা হবে না তা কি হয়। একটি গোলাপি রঙের পুতুল থিমের কেক আনা হয়েছিল। মা-বাবা আর দুই সন্তান এই বিশেষ দিনে সাজেন গোলাপিতে।
‘My whole world’ ক্যাপশনে বেশ কয়েকটি ছবি দিলেন ইউভান আর ইয়ালিনির মাম্মা। গোলাপি রঙের শাড়ি তাঁর গায়ে। আর একই রঙের পাঞ্জাবি পরে আছেন রাজ। ইউভান আর ইয়ালিনিরও গোলাপি পোশাক। ইয়ালিনির জন্য শুভশ্রী বেছে নিয়েছিলেন ফ্রক, আর ইউভান পরেছিল গোলাপি পাঞ্জাবি ও সাদা পাজামা।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল ১৫-র সেটে বাদশার উপর পায়রার মলত্যাগ, মুখটা একটুর জন্য…, ভাইরাল হল ভিডিয়ো
এর আগে কেক কাটার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায়, মেয়েকে সঙ্গে নিয়ে কেক কাটতে যখন ব্যস্ত রাজ-শুভশ্রী, ঠিক তখনই তা নীচে দাঁড়িয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে ইউভান! ঠিকই তো, সামনে কেক পেল কি আর অপেক্ষা করা যায়!
আসলে ইউভানও এখন বড্ড ছোট। মাত্র ৪ বছর বয়স তার। যদিও সে বড় দাদা হয়েছে গত বছর, যখন সদ্য ৩ পূর্ণ করে, চার বছরে পা রেখেছিল। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জন্ম প্রথম সন্তানের। আর ২০২৩ সালের নভেম্বরে আসে ইয়ালিনি। ভাইবোনের বয়সের ফারাক মাত্র ৩ বছর ২ মাসের।
আরও পড়ুন: রিসেপশনে সাজলেন গোলাপি লেহেঙ্গায়, বর রাজের সঙ্গে আদুরে ‘রাখি বন্ধন’-এর পিয়ালী!
কাজের বাইরে বেশিরভাগটা সময়ই দুই সন্তানের সঙ্গে কাটাতে পছন্দ করেন রাজ-শুভশ্রী দুজনেই। এমনকী, প্রতিটা ট্যুর তাঁদের সঙ্গে থাকেন ছেলে-মেয়েরা। মা হওয়ার পর যে সমানভাবে কেরিয়ারের গাড়ি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তা প্রমাণ করেছেন শুবশ্রী। ইয়ালিনি গর্ভে থাকার সময়তেও চুটিয়ে কাজ করেছেন। এমনকী, মেয়ের যখন মাত্র ২ মাস, তখন শুরু করেন বাবলি-র শ্যুট। একটু গোলুমোলু চেহারার প্রয়োজন ছিল চরিত্রের খাতিরে, তাই এই সময়টাকেই বেছে নিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: গালে গাল ঠেকিয়ে সেলফি! অভিষেকের সঙ্গে ডিভোর্স চর্চার মাঝে কার বাহুলগ্না হলেন ঐশ্বর্য
আপাতত শুভশ্রীকে দেখা যাবে ফের একবার রাজের পরিচালনায় সন্তান সিনেমাতে। যেখানে মিঠুন চক্রবর্তীর আইনজীবীর চরিত্রে থাকছেন তিনি। এছাড়াও এই সিনেমায় আরও আছেন ঋত্বিক চক্রবর্তী, অহনা দে। ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া কথা এটির। বক্স অফিসে সংঘর্ষ হবে দেবের খাদানের সঙ্গে।