কনসার্ট করতে এদেশে এসেছে ব্রিটিশ ব্র্যান্ড 'কোল্ডপ্লে'। শনি,রবি, সোম, মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পরপর ৩দিন রয়েছে 'কোল্ডপ্লে' কনসার্ট। শনিবারের পর রবিবারও সেই কনসার্টে উপচে পড়েছিল ভিড়। তবে শুধু মুম্বইয়ের শিল্পীরাই নয়, টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি রাজ-শুভশ্রীও হাজির ছিলেন কনসার্ট দেখতে। কনসার্ট থেকে কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন শুভশ্রী।
'কোল্ডপ্লে'-র কনসার্ট দেখতে যাওয়াকে স্বপ্নপূরণ বলেই উল্লেখ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইনস্টাস্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘কোল্ডপ্লে-র কনসার্ট দেখতে যাওয়াটা শুভশ্রীর কাছে স্বপ্নপূরণের মতো।’ শুভশ্রী জানান, এর আগে ২০১৫ সালে মুম্বইয়ে কনসার্ট করেছিল কোল্ডপ্লে। তবে সেবার তাঁরা যেতে পারেননি। তিনি এবং রাজ, দুজনেই কোল্ডপ্লে-র অনুরাগী। তাই এটা তাঁদের কাছে স্বপ্নপূরণের মতোই।
আরও পড়ুন-'ফাঁসিই চেয়েছিলাম, তবে সঞ্জয় একা তো দোষী নয়…', আরজি কর কাণ্ডের রায় নিয়ে মুখ খুললেন সোহম
আরও পড়ুন-রাতদুপুরে ফের একবার হামলাকারীকে নিয়ে সইফ আলি খানের বাড়িতে পুলিশ, ব্যাপার কী?

এদিকে সোমবারই কোল্ডপ্লে-র কনসার্ট দেখার সময় উচ্ছ্বসিত শুভশ্রী একটি ভিডিয়োও পোস্ট কেরছিলেন ইনস্টাগ্রামে। যেখানে গান শুনতে শুনতে লাফাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যাপশানে লেখেন, ‘My Dream’। ধূসর রঙের একটা চকচকে ড্রেসে দেখা গিয়েছিল তাঁকে। আরও একটা ভিডিয়োতে কনসার্ট শুনতে শুনতে তালে তাল মিলিয়ে গলা মেলাতেও দেখা যায় অভিনেত্রীকে।
এদিকে দুবাই ঘুরে মুম্বই হয়ে কলকাতায় ফিরে আপাতত দুই সন্তানের সঙ্গে সময় কাটাতেই বেশি ব্যস্ত রাজ-শুভশ্রী। অভিনেত্রীর ইনস্টাস্টোরিতে উঠে এসেছে ইউভান-ইয়ালিনির সঙ্গে কাটানো মুহূর্ত…। বহুদিন পর মাকে কাছে পেয়ে আদরে ভরিয়ে দিতে দেখা গিয়েছে ইউভান-ইয়ালিনিকে।

বেশকিছুদিন আগে বেস্টফ্রেন্ড পৌলমীর জন্মদিন উদযাপনে দুবাই গিয়েছিলেন শুভশ্রী, সঙ্গী হয়েছিলেন রাজ। যদিও ইউভান-ইয়ালিনিকে তাঁরা কলকাতাতেই রেখে গিয়েছিলেন। দুবাইতে মি টাইম কাটিয়ে মুম্বই হয়ে কলকাতায় ফিরেছেন টলিপড়ার এই তারকা দম্পতি। দুবাই থেকে মুম্বই ফিরে সেখানেই দেখেছেন কোল্ডপ্লে-র কনসার্ট।
প্রসঙ্গত, এদেশে কনসার্ট করতে এসে এখানকার অনুরাগীদের মন জয় করে নিয়েছেন কোল্ডপ্লে-র গায়ক ক্রিস মার্টিন। মুম্বইবাসীকে চমকে ঝরঝরে হিন্দিতে কথা বলতেও দেখা গিয়েছিল ক্রিস মার্টিনকে। তাঁর সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁকে বলতে শোনা যায়, ‘শুভ সন্ধ্যা সবাইকে। আপ সবকা বহত সোয়াগত হ্যায়। মুম্বই মে আকর হমে বহত খুশি হো রহি হ্যায় (সবাইকে স্বাগত। মুম্বইয়ে আসতে পেরে আমরা খুব খুশি।) তাঁকে বলতে শোনা যায়. ভারতে এটাই আমাদের প্রথম রিয়েল শো। তাই আপনাদের ধন্যবাদ, নমস্কার।) তাঁকে হিন্দিতে কথা বলতে শুনে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শক-শ্রোতারা। এখানেই শেষ নয়, ‘জয় শ্রীরাম’ ধ্বনিও শোনা গিয়েছিল ক্রিস মার্টিনের মুখে।