দেখতে দেখতে বিয়ের পঞ্চম বছরে পা দিয়ে ফেললেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ১১ মে ‘রাজশ্রী’র বিয়ের পঞ্চম জন্মদিন। বোন ও ভগ্নীপতির বিশেষ এই দিনে তাঁদের আদুরে শুভেচ্ছা জানাতে ভুললেন না দেবশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরফেক্ট জুটি’র জন্য তাঁদের 'পারফেক্ট' দিনের শুভেচ্ছা জানিয়েছেন দিদি, অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়।
রাজ-শুভশ্রীকে শুধু শুভেচ্ছা জানানো নয়, এই দিনে টলিপাড়ার এই লাভবার্ডের ঠিক কী পরিকল্পনা সেটাও ফাঁস করেছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে দেবশ্রী জানান, তিনি এই মুহূর্তে 'ফাটাফাটি' ছবির প্রচারে ব্যস্ত। দেবশ্রী জানান, তিনি সকালে শুভকে (বোনকে এই নামেই ডাকেন) ফোন করেছিলেন, গতকাল (১০ মে) রাতে তাঁরা একসঙ্গে ডিনারে গিয়েছিলেন, আজ ১১ মে দিনটা তাঁরা নিজেদের মতো করেই কাটাতে চান। উপহার হিসাবে বিকেলে রাজ-শুভশ্রীকে ফুল পাঠাবেন বলেও জানান দেবশ্রী। আগামী শনিবার দেবশ্রী-শুভশ্রীর বাবা-মা বর্ধমান থেকে কলকাতায় আসছেন, তারপর তাঁরা একসঙ্গে আড্ডা দেবেন বলেও জানান।
দেবশ্রী জানান, রাজ-শুভশ্রী তাঁদের থেকে এই বিশেষ দিনে উপহার হিসাবে কিছুই নিতে নারাজ। কারণ দেবশ্রীএকমাত্র ছেলে বিদেশে থাকেন, তাই সে খরচের কথা মাথায় রেখে তাঁরা কিছুই নিতে নারাজ। তবে তিনি আগে শুভশ্রীকে শাড়ি, ব্যাগ উপহার দিয়েছেন বলেও জানান।
আরও পড়ুন-শ্বাস নিতে অসুবিধা হত, হাঁপিয়ে যেতাম, মাটিতে বসলে উঠতে পারতাম না: অকপট ঋতাভরী
আরও পড়ুন-পরম ‘ফেলু’র চোখে চরম ‘ফেলু’ কে? সৌমিত্র-সব্যসাচী-টোটা না ইন্দ্রনীল? জানল HT বাংলা
এদিকে বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে রাজ-শুভশ্রীকে আলাদা করে সোশ্যাল মিডিয়ায় সেভাবে কোনও পোস্ট শেয়ার করতে দেখা যায় নি। তবে বিবাহবার্ষিকীতে পাওয়া একগুচ্ছ শুভেচ্ছার স্ক্রিনশট ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। সঙ্গে উঠে এসেছে রাজের সঙ্গে ১০ মে রাতে তাঁর ডিনারে যাওয়ার ছবিও, যদিও সেখানে শধু রাজ-শুভশ্রী নন বরখা বিস্ত সহ আরও বেশকয়েকজনকে তাঁদের সঙ্গে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, ২০১৮-র ১১ মে সাতপাকে বাঁধা পড়েন রাজ-শুভশ্রী। ২০২০-র সেপ্টেম্বরে তাঁদের একমাত্র সন্তান ইউভানের জন্ম দেন শুভশ্রী। বিয়ের পর থেকে হাসিখুশি সংসার করছেন এই জুটি।