এতদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন রাজ চক্রবর্তী। তবে পুজো মিটতেই এবার সপরিবারে রওনা হলেন উজ্জয়নীর মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। সেই ভিডিয়ো তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ার পর্দায়।
‘হোক কলরব’ ছবির কাজ নিয়ে এতদিন বেশ ব্যস্ত ছিলেন রাজ চক্রবর্তী। খুব সম্প্রতি শেষ হয়েছে শ্যুটিং। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই তাই এবার উজ্জয়নীর পথে রওনা হলেন রাজ চক্রবর্তী। সঙ্গে দুই সন্তানকে নিয়ে শুভশ্রী।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
রাস্তায় যেতে যেতেই একটি ভিডিয়ো তোলেন রাজ। ভিডিয়োয় দেখতে পাওয়া যায়, রাজ পরে রয়েছেন একটি সাদা রঙের পাঞ্জাবি। লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন শুভশ্রী। সাদা ধুতি পাঞ্জাবিতে অপূর্ব দেখতে লাগছে ছোট্ট ইউভানকে। ইয়ালিনির কথা তো না বললেই নয়, একটি লাল সাদা ফ্রকে তাকে কোনও ডল পুতুলের থেকে কম দেখতে লাগছে না।
রাস্তায় যেতে যেতে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী ‘জয় মহাকাল’ বলতেই বাবা-মার পাশাপাশি আদুরে গলায় ‘জয় মহাকাল’ বলতে শোনা যায় ইউভানকে। তবে মা বললেও ‘জয় মহাকাল’ না বলে ফুলে ফুলে ঢলে ঢলে গান গাইতে শুরু করে দেয় ছোট্ট ইয়ালিনি।
বোন গান শুরু করতেই তাকে শুধরে দিতে মুখ চেপে ধরে ইউভান। ছেলেমেয়েদের কাণ্ড দেখে হাসতে থাকেন রাজ-শুভশ্রী। এমন পারিবারিক সুন্দর মুহূর্তই তো সকলের কাম্য। রাজ-শুভশ্রীর পোস্টে কমেন্ট করে সে কথাই জানিয়েছেন সকলে। কেউ কেউ নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন কেউ আবার মহাকাল মন্দিরে ভস্ম আরতি দেখার অনুরোধ করেছেন।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
যদিও এর মধ্যেও নেতিবাচক মন্তব্যে ভরেছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘আপনার উত্তরবঙ্গ যাওয়া উচিত ছিল।’ কেউ আবার লিখেছেন, ‘ভিআইপি লাইনে দাঁড়িয়ে নয় বরং সাধারণ মানুষের মতো পুজো দেওয়ার চেষ্টা করবেন।’
প্রসঙ্গত, এই মুহূর্তে বক্স অফিসে লড়াই হচ্ছে একাধিক ছবির মধ্যে। তার মধ্যেই একদিকে যেমন ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে শুভশ্রী অভিনীত ‘অনুসন্ধান’ তেমন অন্যদিকে কিছু মাসের মধ্যেই মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত ‘হোক কলরব’।