টলিউডে হঠাৎই যেন ভাঙনের জোয়ার লেগেছে। একসময় যেই তারকাদের পাওয়ার কাপলের আখ্যা দেওয়া হত, তাঁরাই আজ আলাদা। যিশু-নীলাঞ্জনা, ঋষি কৌশিক-দেবযানী, একের পর এক চমক লাগানো তথ্য ক্রমাগত আসছে সামনে। তবে এরই মাঝে কিছু তারকা দম্পতি বুঝিয়ে চলেছেন, শত ব্যস্ততা থাকলেও, চাইলেই একে-অপরকে আগলে রাখা যায়।
রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় ২০১৮ সালের ১১ এপ্রিল বিয়ে করেছিলেন বাওয়ালির রাজবাড়িতে। একেবারে রাজকীয় আয়োজনে চার হাত এক হয়। বর্তমানে তাঁরা দুই সন্তান সাড়ে তিন বছরের ছেলে ইউভান ও ৮ মাসের মেয়ে ইয়ালিনির বাবা-মা। হাতেও একাধিক প্রজোক্ট। তবে তার মাঝেও একে-অপরকে সময় দিতে ভোলেন না।
আরও পড়ুন: অস্ট্রিয়ার মেডিক্যাল হেলথ রিসর্টে ক্যাটরিনা, বসে আছেন একাকী, সব ঠিক আছ তো?
বুধবার রাতে ডিনার ডেটের ছবি শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। কালো রঙের একটি লম্বা গাউন ছিল শুভশ্রীর গায়েতে। বরের গায়ে ঠেঁস দিয়ে বসে আছেন তিনি। পাউট করে ছবিখানা তুলেছেন ইয়ালিনি-ইউভানের মাম্মা। আর ক্যাপশনে লিখেছেন, ‘ডেট নাইট’।
দেখুন শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি-
এই প্রথম নয়, বলা ভালো প্রায় নিয়মিতই একে-অপরের সঙ্গে ডেটে যান শুভশ্রী আর রাজ। সেই সময় ছেলেমেয়েরা থাকে বাড়িতেই। রাজকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, সকালে ঘুম থেকে উঠে একসঙ্গে কফি খান দুজনে। নানা বিষয় নিয়ে গল্প করেন। যা নিঃসন্দেহে প্রতিটা দম্পতির মেনে চলা উচিত।
কাজের সূত্রে, অগস্টে মুক্তি পাচ্ছে বাবলি। দ্বিতীয়বার মা হওয়ার পর এটাই ছিল শুভশ্রীর প্রথম কাজ। মাস দেড়েকের মেয়েকে রেখে নর্থবেঙ্গলে করেছিলেন শ্যুট। এছাড়াও আরও বেশ কিছু প্রোজেক্ট হাতে রয়েছে শুভশ্রীর। যার মধ্যে দেবালয় ভট্টাচার্যের একটি ভূতের সিনেমাও রয়েছে। এছাড়াও এসভিএফের প্রযোজনায়, রাজের পরিচালনায় মিঠুন চক্রূর্তী, ঋত্বিক চক্রবর্তীদের সঙ্গে দেখা যাবে শুভশ্রীকে।
কেরিয়ারের শুরুতে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়ায় রাজ চক্রবর্তীর। যাতে রয়েছেন পায়েল-মিমিরা। অন্য দিকে, দেব আর কোয়েলের সম্পর্ক তো ছিল টলিপাড়ার অন্যতম হট টপিক। তবে কোনও সম্পর্কই টেকেনি। আর তারপর যখন থেকে দুজনে এসেছেন দুজনের জীবনে, তারপর থেকে আর কোনও বিতর্ক দাগ কাটতে পারেনি এই সম্পর্কে। সংসার-মাতৃত্ব যে কতটা গর্বের তা প্রমাণ করে শুভশ্রীর ইনস্টাগ্রাম বায়ো। যেখানে অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি লেখা গর্বিত স্ত্রী, মা!