চলতি মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি ‘সন্তান’। তার আগে জোর কদমে চলছে ছবির প্রচার। কিন্তু স্যোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাবে, প্রচারে এগিয়ে দেব! আর এবার তাই একটি মজার ভিডিয়ো ও র্যাপের মাধ্যমে নিজের ছবির প্রচার করলেন স্বয়ং ছবির পরিচালক রাজ চক্রবর্তী, সঙ্গে থাকলেন স্ত্রী শুভশ্রীও।
স্যোশাল মিডিয়া খুললেই এখন দেবের ছবি ‘খাদান’ -এর ঝলক। ইতিমধ্যেই 'কিশোরী' গানের তালে পাগল দর্শকরা। সেই জায়গা থেকে কিছুটা হলেও পিছিয়ে রাজ চক্রবর্তীর ছবি। তেমন ভাবে খুব একটা চর্চা নেই 'সন্তান'। আর তাই এবার তাঁর ছবির নাম নিয়ে মজার র্যাপ গেয়ে নিজের ছবির প্রচার করলেন রাজ।
রসিকতায় ভরা এই প্রচারমূলক ভিডিয়োয় রাজ-শুভশ্রীকে একসঙ্গে দেখা গিয়েছে। ভিডিয়োর শুরুতেই রাজ জানিয়েছেন যে অনেকের দাবি তাঁর দার্জিলিং ট্রিপের জন্যই নাকি স্যোশাল মিডিয়ায় চর্চায় নেই 'সন্তান'। তবে এবার তিনি নিজে মাঠে নামলেন। ২০ তারিখ পর্যন্ত এবার শুধু সবার মনে থাকবে 'সন্তান'। ভিডিয়োর শুরুতে রাজ বলেন, ‘দার্জিলিংয়ে ছিলাম বলে তোরা ভেবেছিস ‘সন্তান’ উপরে নেই? স্যোশাল মিডিয়ায় ভরে নেই? চল আজকেই মাঠে নামলাম।’ তারপরই তিনি তাঁর রসিকতায় ভরা 'সন্তান, সন্তান…' র্যাপ শুরু করেন।
আরও পড়ুন: বাংলাদেশের ছবিতে তাঁর জায়গা নিলেন শ্রীলেখা? 'একেবারেই সঠিক নয়’ চটলেন ঋতুপর্ণা
এরপরই পরিচালক বলেন, ‘প্রোডিউসারের মাথায় হাত, বলে স্যোশাল মিডিয়ায় সন্তান নেই। আরে মনে রয়েছে সন্তান, জন্ম দিয়েছে সন্তানের।’ তারপর তিনি মিঠুন চক্রবর্তীর 'ফাটাকেষ্ট' ছবির বিখ্যাত সংলাপ 'মারব এখানে লাশ পড়বে শশ্মানে'-এর আদলে বলে ওঠেন, 'সন্তান মারবে এখানে।'
এই বিখ্যাত সংলাপ শুনেই এর মাঝেই শুভশ্রী মজার ছলে বলে ওঠেন ছবির মুখ্যভূমিকায় যে দুই চক্রবর্তী' রয়েছেন তাঁদের ও পরিচালকের নাম। নায়িকা বলেন, ‘মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী।’ এর মাঝেই আবার রাজ, তাঁর বিখ্যাত ‘সন্তান, সন্তান’ র্যাপটা করতে শুরু করেন। সব শেষে বলেন, ‘আগামী ২০ তারিখ পর্যন্ত সবার মুখে এটাই থাকবে।’ তারপর আবার তাঁর সেই রসিকতায় ভরা ‘সন্তান’ র্যাপ দিয়ে শেষ করেন।
আরও পড়ুন: অনিন্দিতাকে ডিভোর্স, ৪ বছরের মধ্যেই দ্বিতীয় বউ দেবলীনার সঙ্গেও দূরত্ব? মুখ খুললেন গৌরব
প্রসঙ্গত, বহুদিন পর এসভিএফের প্রযোজিত ছবিতে পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। আর সেক্ষেত্রে ধামাকেদার না হলে চলে! বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনই রাজ ফুটিয়ে তুলেছেন পর্দায়। তবে এই সিনেমার আসল চমক হল সম্পর্কের গল্প যেমন বলবে, তেমনই টানটান কোর্টরুম ড্রামাও এটি। যেখানে দেখা যাবে, বয়স্ক মা-বাবার দেখভাল করে না ছেলে। তাই নিজের সন্তানের নামেই মামলা করেছে বৃদ্ধ বাবা।
রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে বাবার ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অনুষা মজুমদারকে। ছেলের ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তাঁর স্ত্রী অর্থাৎ মিঠুনের বউমা হিসেবে ছবিতে দেখা যাবে অহনা দত্তকে। অনুরাগের ছোঁয়া-য় 'মিশকা' -এর চরিত্রে নজর কেড়েছিলেন অহনার। এটাই প্রথম তাঁর বড় পর্দায় কাজ। এছাড়াও এই ছবিতে রয়েছেন সোহিনী সেনগুপ্ত। এছাড়াও এই ছবিতে অতন্ত্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন জিৎ গাঙ্গুলী।