রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দুই সন্তান ইয়ালিনি ও ইউভানকে নিয়ে চর্চার কোনো শেষ নেই! আপাতত চার বছর বয়স ইউভানের, ইয়ালিনির সবে দেড়। এদিকে, কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটা খবর ঘুরছে, রাজ-শুভশ্রীর দেড় বছরের মেয়ে নাকি সিরিয়াল করছে। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে।
‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে শুভলক্ষ্মীর ছেলেকে দেখানো হচ্ছে কদিন ধরে। আর নেটপাড়ার ধারণা সেটাই নাকি ইয়ালিনি! মা-বাবার পথ ধরে, খুদে রাজ-কন্যা অভিনয় শুরু করেছেন শিশুশিল্পী হিসেবে। সত্যিই কি তাই?
একদমই নয়। মোটেও অভিনয় করছে না ইয়ালিনি। রাজ আনন্দবাজারকে জানিয়েছেন, ‘এ রকম কিছুই হচ্ছে না। কেউ মিথ্যে খবর ছড়িয়ে ইয়ালিনির নামে।’ সঙ্গে স্পষ্ট করেছেন, বড় হয়ে যে কোনো পেশা বেছে নেওয়ার স্বাধীনতা আছে তাঁর দুই সন্তানের। তিনি বা শুভশ্রী কোনোদিনই এই নিয়ে করবেন না কোনোরকম জোর।
খোঁজ নিয়ে জানা গেল, গৃহপ্রবেশে যে বাচ্চাটিকে দেখানো হচ্ছে, আদতে সে ছেলে। নাম শিবা। বয়স ওই দেড় বছরের আশেপাশে।
২০২৩ সালে ইয়ালিনি আসার খবর দেন রাজ ও শুভশ্রী। তখন ইউভানের বয়স মাত্র আড়াই। দম্পতি জানান, প্রথম থেকেই তাঁরা চেয়েছিলেন দুই সন্তান। আর সঙ্গে দুজনের বয়সের ফারাক ৩ বছরের আশেপাশে রাখবেন, এমন ভাবনাও ছিল। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় শুভশ্রী চেয়েছিলেন, ছেলের পর একটি ফুটফুটে মেয়ে আসুক তাঁর কোলে। আর ঈশ্বরের আশীর্বাদে দুজনের সেই চাহিদাই পূরণ হয়েছে।
জন্মের অনেকমাস অবধি, ইয়ালিনিকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছিলেন রাজ-শুভশ্রী। মেয়ের ছবি দেননি মাস সাত। তারপর ইয়ালিনিকে দেখা গেলেও, সামনে আননেনি মুখ। ইউভানের জন্মদিনে, ২০২৪ সালের সেপ্টেম্বরে দেখা যায় খুদেকে। আর তারপর থেকেই মিষ্টি পরীর দুষ্টুমি, মন ভোলানো হাসি, আধো আধো কথা, টলমল পায়ে হাঁটা, ভাইরাল হয় নিমেষে।
গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট:
আপাতত দেখানো হচ্ছে ধারাবাহিকে এক পত দূর্ঘটনায় স্মৃতি হারিয়েছে নায়ক আদৃত (সুস্মিত)। নায়িকা শুভলক্ষ্মী (উসসী) সন্তানের জন্ম দিয়েছে, একটি ছেলে। আদৃতের মনে নেই পরিবারের কথা। সে রয়েছে ডাক্তার মোহনা সেনের তত্ত্বাবধানে। আরও এক নতুনহরো-র এন্ট্রি হয়েছে, নাম আকাশ, যে চরিত্রে দেখানো হয়েছে সপ্তর্ষি মৌলিককে। সোম থেকে রবি, রাত সাড়ে ৮টায় দেখা যায় এই সিরিয়াল।