ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্ব আচমকাই বন্ধ পরিচালক শ্রীজিৎ রায়ের সিরিয়ালের শ্যুটিং। কারণ হিসাবে বলা হয়, ‘আর্ট সেটিং গিল্ড’ টেকনিশিয়ানরা নাকি পরিচালকের কথায় আহত। সেকারণেই তাঁরা পরিচালক সঙ্গে কাজ করতে চাইছেন না। বিনা নোটিশেই কাজ বন্ধ করে দেন ‘আর্ট সেটিং গিল্ড’ টেকনিশিয়ানরা। আর তাতেই ক্ষতির মুখে পরিচালক-প্রযোজক শ্রীজিৎ। বিষয়টি নিয়ে তিনি ফেসবুক লাইভে মুখ খুলতেই টলিপাড়ায় হইচই পড়ে যায়।
ঠিক একই ভাবে বন্ধ হয়ে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির শ্যুটিং। কোপ পড়েছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের উপরও। পরপর তিন পরিচালকের উপর কোপ পড়ার পর এই মুহূর্তে আতঙ্কে টলিপড়ার পরিচালক-প্রযোজকরা। এদিকে ঘটনার পর, সমাধান সূত্র খুঁজতে শ্রীজিৎ-এর ডাকে সাড়া দিয়ে সোমবার সকালে দাসানি স্টুডিয়োতে হাজির হন ডিরেক্টর্স গিল্ড-এর সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ পরিচালক গিল্ড-এর আরও বেশ কয়েকজন সদস্য।
আরও পড়ুন-টেকনিশিয়ান বিরোধী কথা বলেছেন, অভিযোগে ফেডারেশনের কোপে পরিচালক শ্রীজিৎ, বন্ধ শ্য়ুটিং
তাঁদের সকলের একটাই প্রশ্ন, তাঁদের দোষটা আসলে কোথায়? তাঁরা তো একই পরিবারের সদস্য, তাহলে সংসারে ঠোকাঠুকি লাগলে কেন বসে আলোচনা করে সমস্যা মেটানো হচ্ছে না? পরিচালক রাজ চক্রবর্তী প্রশ্ন তোলেন, মুখ্য়মন্ত্রী নিজেই কাজ বন্ধ করে দেওয়ার ঘোর বিরোধী, তাহলে তাঁর নির্দেশ অমান্য করার সাহস দেখাচ্ছেন কারা?
প্রসঙ্গত গত বছর ফেডারেশনের কোপে পড়েছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। অভিযোগ ছিল তিনি ফেডারেশনকে না জানিয়ে শ্যুটিং করেছেন। আর তাই তাঁকে নিষিদ্ধ করেছিল ফেডারেশন। সেসময় সেই ঘটনা ঘিরে হইচই পড়ে গিয়েছিল। ঘটনায় এক হয়ে প্রতিবাদ করেছিল পরিচালক গিল্ড। শেষপর্যন্ত তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিস্থিতি আয়ত্তে এসেছিল।
সমস্যা মেটাতে সেসময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন পরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সাংসদ-অভিনেতা দেব। সমস্যা মেটাতে তিন জনের একটি কমিটিও গড়ে দেন মুখ্যমন্ত্রী। যে কমিটিতে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন। কথা ছিল, কমিটি গড়ার তিন মাসের মধ্যে সমাধান খুঁজতে হবে। এদিকে ফের নতুন করে সমস্যা তৈরি হওয়ার পরিচালক গিল্ড-এর পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে, সবই বিশ বাঁও জলে। কমিটির কাছে মেল পাঠিয়েও লাভ হয়নি। আর এবার ফের একবার ফেডারেশন গিল্ডের সমস্যার জেরে কোপে পড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়ের মতো পরিচালকরা।