৩ নভেম্বর আরবানায় চক্রবর্তীদের অ্যাপার্টমেন্টে ডবল সেলিব্রেশন! একদিকে ভাইফোঁটা, অন্যদিকে বাড়ির লক্ষ্মীর জন্মদিন। যদিও এই বছর মধ্যরাতে বউকে সারপ্রাইজ দিতে ব্যর্থ রাজ। কারণ শনিবার রাতে মাচা শো-র জন্য আসানসোলে উপস্থিত ছিলেন শুভশ্রী! অগত্যা পুরোনো ছবি দিয়েই বউকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রাজ। আরও পড়ুন-বড়দিনে বক্স অফিসে মুখোমুখি দেব-শুভশ্রী? আসছে রাজের ‘সন্তান’! থাকছেন মিঠুন-ঋত্বিক
রাজের শেয়ার করা পোস্টে দেখা গেল সাদায় রংমিলান্তি স্বামী-স্ত্রীর। রাজের বুকে হাত রেখে আছেন শুভশ্রী। বউয়ের গালে আদুরে চুমু খাচ্ছেন ব্যারাকপুরের তারকা বিধায়ক। সাদামাটা বার্তায় রাজ লেখেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা… শুভশ্রী’।
রাজের পোস্টে নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। মধ্যরাতে সহকর্মীরদের সঙ্গে গাড়িতে বসেই কেক কেটেছেন শুভশ্রী। গত বছর জন্মদিনের হাতে অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। এবার ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে এই বিশেষ দিনটা সেলিব্রেট করলেন রাজের ‘পরিণীতা’। নভেম্বর মাসটা শুভশ্রীর জীবনে প্রচণ্ড খাস। কারণ নিজের জন্মদিনের পাশাপাশি এই মাসের শেষেই জন্মেছে তাঁর কন্যা ইয়ালিনি।
সোশ্যাল মিডিয়ায় রাজ যতই পুরোনো ছবি শেয়ার করুন না কেন, তাঁদের ভালোবাসার রসায়ন কিন্তু নতুনের মতোই ঝকঝকে। শুভশ্রীকে ঘিরেই এখন রাজের গোটা জগত। যদিও এই প্রেম কাহিনির শুরুতে কম চড়াই-উতরাই আসেনি।
বয়সে রাজের চেয়ে অনেকটা ছোট শুভশ্রী। ১৯৯০ সালের ৩রা নভেম্বর জন্ম নায়িকার। বাড়ির আদুরে ছোট মেয়ে তিনি। ইন্ডাস্ট্রিতে প্রায় ১৭ বছর কাটিয়ে ফেলেছেন, তবে শুভশ্রী বয়স এখন ৩৪! রাজের সঙ্গে তাঁর বয়সে ফারাক বিস্তর। চলতি বছর ফেব্রুয়ারিতেই ৪৯-এ পা দিয়েছেন রাজ। দুজনের মধ্যে বয়সের ফারাক প্রায় ১৫ বছরের। কিন্তু দুজনের পারস্পরিক বোঝাপড়া এতটাই মজবুত, সেই পার্থক্য নজরে আসে না।
জুটির বয়সের পার্থক্য, রাজের ডিভোর্সি তকমা বাধা হয়নি এই সম্পর্কে। হ্যাঁ, শুভশ্রী রাজের দ্বিতীয় স্ত্রী। রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রীর নাম শতাব্দী মিত্র। হালিশহর থেকে এসে রাজ যখন টলিউডে স্ট্রাগল করছেন সেই সময় পরিচয় দুজনের। এক চ্যানেলের সূত্রে আলাপ, সেখান থেকে বন্ধুত্ব, প্রেম আর বিয়ে।
২০০৬ সালে শতাব্দীর সঙ্গে বিয়ে হয় রাজের। দু-বছর পরেই মুক্তি পেয়েছিল পরিচালকের প্রথম ছবি চিরদিন তুমি যে আমার। পাঁচ বছরের দাম্পত্য দুজনে ইতি টানেন ২০১১ সালে। এরপর রাজের সঙ্গে নাম জড়িয়েছে পায়েল সরকার, মিমি চক্রবর্তীরও। তবে শুভশ্রীতেই থিতু হন রাজ।
বক্স অফিসে রাজ ও শুভশ্রীর শেষ রিলিজ ছিল ‘বাবলি’। ডিসেম্বরে ‘সন্তান’ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক-অভিনেত্রী। এই ছবিতে আইনজীবীর চরিত্রে রয়েছেন শুভশ্রী। এছাড়াও দেখা মিলবে মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীর।