উল্টো রথ উপলক্ষ্যে গোটা পরিবারকে নিয়ে পুরী বেড়াতে গিয়েছিলেন রাজ চক্রবর্তী। সেখান থেকেই তিনি এবং শুভশ্রী একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করলেন। আর তারই একটি ভিডিয়োতে ছোট্ট ইউভানকে সমুদ্রের জলের সঙ্গে ধরাধরি খেলতে দেখা গেল। ব্যাড গেল না ফ্যমিলি ফটোও।
আরও পড়ুন: 'পাধারো মারে দেশ...' রাধিকাকে বরণ করতে আম্বানি পরিবারের বিশেষ পারফরমেন্স, যোগ দিলেন ইশা - শ্লোকাও
রাজ এবং ইউভানের জলকেলি
এদিন রাজ চক্রবর্তী ছোট্ট ইউভানের একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে ইউভান সমুদ্রের পাড়ে দেদার দৌড়ে বেড়াচ্ছে। কখনও মাটি তুলে ঘাটছে। কখনও আবার সমুদ্রের জলের সঙ্গে খেলছে। এই ভিডিয়ো পোস্ট করে রাজ চক্রবর্তী তাঁর আসন্ন ছবি বাবলির গান ডুবে আছি যোগ করে দিয়েছেন।
রাজ শুভশ্রীর ফ্যমিলি ফটো
এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন যেখানে তাঁদের গোটা পরিবারকে দেখা যাচ্ছে। তাঁরা সকলেই মিলে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেছেন। রাজ, শুভশ্রী, ইউভান এবং তাঁদের কিছু বন্ধু বান্ধব ছাড়াও আছে ছোট্ট ইয়ালিনি। হলুদ ফ্রক পরে, ঝুঁটি বেঁধে কোলে বসে রয়েছে সে। যদিও তার মুখ দেখা যাচ্ছে না। সেটা লাভ ইমোজি দিয়ে হাইড করা।

রাজ এবং শুভশ্রীর আগামী কাজ
রাজ চক্রবর্তী পরিচালিত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি বাবলি আগামী মাসেই মুক্তি পাচ্ছে। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগস্ট আসছে বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি করা এই ছবি। এখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়াও থাকবেন আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র। এছাড়া রাজ চক্রবর্তীর পরিচালনায় আসছে আরও একটি ছবি যেখানে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অহনা দত্তকে দেখা যাবে। সেখানে উঠে আসবে বাবা ছেলের সম্পর্কের কথা। এখানে উকিলের চরিত্রে থাকবেন শুভশ্রী।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আগামীতে দেবালয় ভট্টাচার্যর ছবি আলেয়াতে দেখা যাবে। সেটা একটি ভূতের ছবি হবে বলেই জানা গিয়েছে।