২০২৩ সালে নভেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানের পর তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান ইয়ালিনি। মেয়ের বয়স ৮ মাস। তবে এখনও খুদের মুখ দেখাননি দম্পতি।
এর আগেই রাজ জানিয়েছিলেন হাসপাতালে বোনকে দেখতে গিয়েই আনন্দে বেশ উত্তেজিত হয়ে গিয়েছিল ইউভান। খেলার সঙ্গী বলে কথা। তা এখন কেমন সম্পর্ক ভাই-বোনের? ঝগড়া-খুনশুটি কি হয় মাঝেমাঝে? টলি টাইমকে এক সাক্ষাৎকারে রাজ জানালেন, ‘দাদা বোনকে খুব ভালোবাসে। চটকায়। ভাবে ওর বেবি ডল। ওর খেলার পুতুল।’
দ্বিতীয়বার মা হওয়ার দু মাসের মাথায় কাজে ফিরেছিলেন শুভশ্রী। মাতৃত্বকালীন ওজনের সঙ্গে আরও কিছুটা ওজন বাড়িয়ে শুরু করেছিলেন বাবলি-র শ্যুট। সেই সময় কোহিমা, উত্তর বঙ্গ মিলিয়ে শ্যুট হয়। সেই সময় দুই ছেলেমেয়েকে নিয়েই গিয়েছিলেন তিনি আউটডোর শ্যুটে। এত কাজে ব্যস্ত, ছেলে-মেয়েকে কতটা সময় দিতে পারেন তাঁরা?
আরও পড়ুন: দেব-জিতের ধামাকা! খবর দুই সুপারস্টার একসঙ্গে এক ছবিতে, নেপথ্যে কোন পরিচালক
রাজ জানান, ‘আমরা দুজনের কাছেই পরিবার ভীষণ গুরুত্বপূর্ণ। কাজের শেষে যখন বাড়িতে ফিরি, সব ক্লান্তি নিমেষে দূর হয়ে যায়। বাড়িতে পা দিলেই সবার মুখে হাসি, শুধু ইউভান-ইয়ালিনি নয়, বাড়িতে আমার মা আছেন। সব মিলিয়ে আমাদের বাড়ির পরিবেশটা ভীষণ সুন্দর। বাড়িতে যখন ঢুকি ফ্রেশ হয়ে যাই। দুজনের কেউই আর কাজের কথা ভাবি না।’
আরও পড়ুন: প্রয়াত কোক স্টুডিয়ো-খ্যাত পাকিস্তানি গায়িকা হানিয়া আসলাম, শোকপ্রকাশ নেটিজেনদের
কদিন আগে এক সাক্ষাৎকারে মেয়ের ছবি প্রকাশ্যে না আনা প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেন, ‘আসলে ওরা (ইউভান আর ইয়ালিনি) পুরো যমজ! তিন বছর পর আমি যমজ বাচ্চার জন্ম দিয়েছি। ইয়ালিনিরও পুরো কোঁকড়ানো চুল ইউভানের মতো। একইরকম মুখ। আমরা অপেক্ষা করছি কবে ওর চুল বাড়বে। এখন যদি আমি ইয়ালিনির ছবি দেই, সবাই ভাববে আমি ইউভানের ছবি শেয়ার করেছি।’
রাজের পরিচালনায় ১৫ অগস্ট আসছে বাবলি। বুদ্ধদেব গুহ-র কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমার পরিচালনা করেছেন রাজ। মুখ্য চরিত্রে রাজ ও শুভশ্রী। এছাড়াও রয়েছেন সৌরসেনী। এই একই দিনে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাচ্ছে পদাতিক। তাই বক্স অফিসে টক্করটা বেশ ভালোই হতে চলেছে।