বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat's son Yishaan: নুসরতের কোলে ছোট্ট ইশান! আড্ডায় মশগুল শুভশ্রী পুত্রের সাথে, ছবি দিলেন রাজ

Nusrat's son Yishaan: নুসরতের কোলে ছোট্ট ইশান! আড্ডায় মশগুল শুভশ্রী পুত্রের সাথে, ছবি দিলেন রাজ

নুসরত পুত্রের দেখা মিলল রাজের সুবাদে

Nusrat-Yash's Baby Boy Yishaan: ছেলে কোলে শুভশ্রীর বাড়িতে হাজির নুসরত। ছবি শেয়ার করলেন রাজ। 

সোশ্যাল মিডিয়া থেকে ছেলেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন যশরত। তাই তো লোকচক্ষুর আড়ালেই ইশানকে বড় করছেন তাঁরা। দেখতে দেখতে দু-বছর বয়স হতে চলল নুসরতের ‘নাড়ু গোপাল’-এর। অগস্টেই ছোট্ট ইশানের জন্মদিন। জন্মের পর একবার মাত্র সোশ্য়াল মিডিয়ায় ইশানের ঝলক শেয়ার করেছিলেন তারকা দম্পতি। যশের বড় ছেলে রেয়াংশের কোলে দেখা মিলেছিল ভাইয়ের। প্রায় দেড় বছর পর সোশ্যাল মিডিয়ায় নুসরত-পুত্রের দেখা মিলল। সৌজন্যে পরিচালক রাজ চক্রবর্তী!

হ্যাঁ, শনিবার ইনস্টাগ্রামে শুভশ্রী ও ইউভানের সঙ্গে নুসরত-ইশানের মিষ্টি আড্ডার ঝলক শেয়ার করলেন পরিচালক। পরিচালকের আরবানার ফ্ল্যাটের ব্যালকনির সামনে দাঁড়িয়ে দুই অভিনেত্রী, শুভশ্রী-নুসরতের কোলে তাঁদের রাজপুত্র। ক্য়ামেরার উলটো দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন চারজনেই। লাল রঙা হুডিতে নুসরত, বিনুনি বাঁধা চুল। শুভশ্রীর দেখা মিলল হলুদ-সবুজ কুর্তায়। ইশান আর ইউভানের পোশাকে চোখে পড়ল রং মিলান্তি। সাদা টি-শার্ট আর ফুল ডেনিম জিনসে যশ দাশগুপ্তর ছোট ছেলে। অন্যদিকে ইউভানের পরনে সাদা-নীল টি-শার্টের সঙ্গে ডেনিমের হাফ প্যান্ট। ছবির বিবরণীতে অবশ্য ধোঁয়াশা বজায় রেখেছেন রাজ। লিখেছেন, ‘বলুন দেখি তো কারা?’ 

ছবি দেখে চারজনকে চিনে নিতে অসুবিধা হয়নি কারুর। কেউ লিখেছেন, ‘নুসরত আর শুভশ্রী, তাঁদের ছেলেদের কোলে নিয়ে’। আবার কেউ লিখেছেন, ‘রাজ আর যশের বউ, আর তাদের ছেলে’। 

জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইউভান। ইনস্টাগ্রামে ছেলের ছোটখাটো মুহূর্ত ভাগ করে নেন রাজ-শুভশ্রী। ফ্যানেরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে ছোট্ট ইউভানের নানান কীর্তি। অন্যদিকে একদম উলটো মেরুতে অবস্থান নুসরত-যশের। ঈশানকে লোকচক্ষুর আড়ালে বড় করছেন তাঁরা। কেন এমন সিদ্ধান্ত? এই ব্যাপারে নুসরত জানিয়েছেন, ‘বাবা-মা হিসাবে এটা আমাদের সিদ্ধান্ত। যশের বড় ছেলেকেও মিডিয়া থেকে দূরেই রাখা হয়। আমরা চাই ওরা নিজেদের মতো করে বড় হোক, কোনওরকম ট্যাগ ছাড়া বা স্পেশ্যাল অ্যাটেনশন ছাড়া জীবনটা গড়ে তুলুক’।

২০২১ সালের ২৬শে অগস্ট জন্ম হয় ঈশানের (Yishaan J Dasgupta)। তখনও নুসরতের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে ধোঁয়াশা কাটেনি। এরপর একে একে সবটা সামনে আসে। নুসরত ইঙ্গিতে সাফ জানিয়েছিলেন তাঁর সন্তানের বাবা যশ দাশগুপ্ত। পরে ঈশানের বার্থ সার্টিফিকেটেও বাবার নামের জায়গায় স্পষ্ট লেখা ছিল দেবাশিস (যশ) দাশগুপ্তের নাম। পরবর্তীতে খোলাখুলিভাবে যশ জানান, ইশান তাঁরই সন্তান। 

আগামিতে নুসরতকে দেখা যাবে ‘শিকার’ ছবিতে। ফের একবার স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নায়িকা, ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। অন্যদিকে ‘প্রলয় ২’ নিয়ে ফিরছেন পরিচালক রাজ। আর ‘ইন্দুবালা’ শুভশ্রীকে দেখা যাবে সৃজিতের আগামী পুজো রিলিজে। এসভিএফ-এর থ্রিলারধর্মী ছবিতে শুভশ্রী ছাড়াও থাকবেন প্রসেনজিৎ, যিশু এবং অনির্বাণ। 

 

বন্ধ করুন