রাজের হালিশহরের বাড়ি দেখলে যে কারও তা পছন্দ হবে। প্রকৃতির বুকে এ যেন ‘স্বপ্নের আস্তানা’।
1/5
ইনস্টাগ্রাম স্টোরিতে হালিশহরের বাড়ির বেশ কিছু ভিডিয়ো শেয়ার করে নিলেন রাজ। ছুটিছাটায় পরিবারকে নিয়ে প্রায়ই এখানে পৌঁছে যান ‘রাজশ্রী’ জুটি। ইউভানকেও দেখা গিয়েছে এই বাড়িতে। এখন কাজের সূত্রে কলকাতার বাসিন্দা হলেও ঘুরে যান সময় পেলেই নিজের শিকড় থেকে। আপনিও দেখে নিন রাজের গ্রামের বাড়ির অপরূপ সৌন্দর্য।
3/5হালিশহরেই ছেলেবেলা কেটেছে রাজের। একবুক স্বপ্ন নিয়ে মফস্সল থেকে এসেছিলেন কলকাতায়। কোনও লোকদেখানো চাকচিক্য নেই। বাড়ির লাগোয়াই মন্দির। দোতলা বাড়ির চারদিক যেন ছবির মতো সুন্দর। রাজের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন শুভশ্রীও। লিখেছেন, ‘আমার বাড়ি’।
4/5ইউভানের মুখেভাতও হয়েছিল এই বাড়িতে। আলো-ফুলে সেজে উঠেছিল বাড়িখানা। মা-কে কলকাতায় নিজের কাছেই নিয়ে গিয়েছেন রাজ। সেখানেই থাকতেন বাবাও। তবে সময় পেলে গোটা পরিবারকেই নিয়ে চলে আসেন প্রাসাদোপম বাড়িতে।
5/5মা-বাবার মতো সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় খুদে ইউভানও। চলতি বছরেই তাঁকে ভর্তি করা হয়েছে নার্সারিতে। নিয়মিত স্কুলে যায়. কখনও আবার মা-বাবার সঙ্গে চলে আসে সিনেমার সেটেও। এই ছবিটি আবার প্রলয়ের সেটের। যা পরিচালনা করছেন রাজ। আর এই ছবি দিয়েই প্রযোজনায় হাতেখড়ি হয়েছে রাজের।