জল্পনা ছিলই, আর কালীপুজোর সকালে জল্পনায় সিলমোহর দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। এই ডিসেম্বরেই মুক্তি পাবে পরিচালকের আসন্ন ছবি ‘সন্তান’। কিন্তু কাহানিতে আসল টুইস্ট অন্য জায়গায়। রাজের সাম্প্রতিক সব ছবির মতো এই ছবিতেও প্রধান মুখের অন্যতম শুভশ্রী। সঙ্গে আছেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। আর ক্রিসমাসে বড় পর্দায় আসছে দেবের খাদান, সুতরাং বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা প্রবল টলিউডের একসময়ের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর।
এই পুজোয় টলিউডের সবচেয়ে বড় প্রোডাকশন হাউজের তরফে কোনও ছবি মুক্তি পায়নি, যা রীতিমতো বিরল ঘটনা। তবে ক্রিসমাসের দর্শক টানার জন্য ঘুঁটি সাজিয়ে ময়দানে এসভিএফ। দীর্ঘদিন পর নিজের প্রযোজনা সংস্থার বাইরে পরিচালনা করলেন রাজ। সন্তান আর খাদানের এই লড়াইকে দর্শক কী ভাবে দেখবে? পুজোর পর ফের একবার বক্স অফিসে মিঠুন আর দেবের লড়াই নাকি দেব বনাম শুভশ্রী! সেটা অবশ্য লাখ টাকার প্রশ্ন।
বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েন, এই আবর্তেই গড়ে উঠেছে রাজের ‘সন্তান’। এই ছবির অন্যতম আকর্ষণ কোর্টরুম ড্রামা। আইনজীবীর চরিত্রে শুভশ্রীকে দেখতে মুখিয়ে রয়েছে সকলেই। মিঠুন-ঋত্বিক-শুভশ্রী ছাড়াও ছবির অনন্যা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অহনা দত্ত। এই ছবির হাত ধরেই বড়পর্দায় অনুরাগের ছোঁয়ার মিশকা।
ছবির পোস্টারের বিবরণীতে লেখা রয়েছে-'আঙুল ধরে হাঁটতে শেখানো যাকে…তার সঙ্গে হাঁটা আইনের পথে!' ছবির ট্রেলার মুক্তি পাবে আগামিকাল অর্থাৎ ১লা নভেম্বর। গত মার্চেই ছবির শ্যুটিং শুরু করেছিলেন রাজ। সন্তানের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল, তবে পুজোয় মিঠুনের শাস্ত্রী মুক্তি পাবে তা আগেই ঘোষণা হয়ে যাওয়ায় এই ছবির রিলিজ পিছোন নির্মাতারা।
সন্তান ডিসেম্বরে আসছে এই কথা জানালেও ছবির নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তাই খাদান-সন্তানের টেক্কা নিশ্চিত কিনা সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। খাদান-এ দেবের সঙ্গী হচ্ছেন যিশু সেনগুপ্ত। রিনো দত্তর এই ছবিতে থাকছেন ইধিকা পাল, বরখা বিসতও। খনি অঞ্চলের প্রেক্ষাপটে সাজানো এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেব।
এখনও পর্যন্ত বড়দিনে তিনটি বাংলা ছবির মুক্তি নিশ্চিত। দেব-যিশু অভিনীত ‘খাদান’, মানসী সিনহার ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ এবং প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’। এই তালিকায় জুড়তে পারে ‘সন্তান’। মানসীর ছবি মুক্তি পাবে ২০শে ডিসেম্বর, প্রতিম জানিয়েছেন তাঁর পুলিশ ব্রহ্মাণ্ড আসছে এই ক্রিসমাসেই। পুজোয় হিন্দিতে মাত দিয়ে বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে থেকেছে বাংলা। ক্রিসমাসেও কি তেমনটা ঘটবে? সেটাই দেখবার।