বিগত বেশ কিছুদিন ধরেই তুঙ্গে উঠেছে খাদান বনাম সন্তান তরজা। কখনও রাজ কিছু বলেছেন দেবের ছবি নিয়ে, কখনও দেব আবার পাল্টা জবাব দিয়েছেন। কখনও আবার ঋত্বিক চক্রবর্তী নাম না করে দেবের অনুরাগীদের কটাক্ষ করেছেন। আর এসবের মাঝেই একেবারে অন্যরকম সুর শোনা গেল রাজের গলায়। কী বললেন তিনি দেবকে নিয়ে?
আরও পড়ুন: 'আমার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করব না', ফের চাঁচাছোলা দেব! নাম না করে কী বললেন রাজকে নিয়ে?
আরও পড়ুন: ফের যৌন হেনস্থার শিকার অভিনেত্রী! গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা
দেবকে নিয়ে কী বললেন রাজ?
এদিন দ্য ওয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী দেবের বিষয়ে বলেন, 'দেব কিন্তু আমার শত্রু নয়। না কোনও দিন আমি ওকে শত্রু বানাব।' তিনি আরও বলেন, 'আমার ওকে প্রয়োজন। ওর আমাকে প্রয়োজন না হলেও, আমার ওকে প্রয়োজন কোনও না কোনও সময়। আমি একজন পরিচালক।'
আগামীতে কি তবে আবারও দেবকে নিয়ে ছবি বানাবেন রাজ? বা দুই পৃথিবীর পর আবারও দেব জিতের জুটিকে তিনিই বড় পর্দায় আনবেন? এই বিষয়ে সন্তান ছবির পরিচালকের সাফ উত্তর, 'সেটা তো সময় বলবে। সে তো আমি অনেকদিন ধরেই চাই, দেব জিৎকে নিয়ে সিনেমা বানানো উচিত। অ্যাকশন মুভি বানানো উচিত। আমি সুযোগ পেলে কেন হাতছাড়া করব? আমি অন্য কারও জন্য থোরি না প্রচার করব। প্রচার করলে আমি নিজের জন্য করব। আমি দেব, জিৎকে নিয়ে দুই পৃথিবী করেছি, আবার যদি দেব, জিৎকে নিয়ে সিনেমা হয় আমার নামই যেন প্রথমে আসে।'
দেব কী বলেছেন খাদান বনাম সন্তান বিতর্ক নিয়ে?
দেব আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে বলেন, 'মিডিয়াকে বিক্রি করে ছবির টিকিট বিক্রি করতে চাই না। সবার ছবি তাঁদের সন্তানের মতো। ওঁর ছবির নাম যদি সন্তান হয়, তাহলে আমার ছবিও আমার কাছে সন্তান। আমি আমার সন্তানকে বড় করতে গিয়ে অন্যের সন্তানকে ছোট করব, আমার বাবা মা আমায় সেটা শেখায়নি।'
খাদান এবং সন্তান প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।
একই দিনে মুক্তি পেয়েছে সন্তান ছবিটি। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে উঠে এসেছে বাবা ছেলের কথা। মুখ্য ভূমিকায় আছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অহনা দত্ত, অনসূয়া মজুমদার, প্রমুখ।