আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি সন্তান। কিন্তু সেই ছবি আসার আগেই অভিমানী সুর শোনা গেল পরিচালকের গলায়। টলিউড নিয়ে কী জানালেন?
টলিউড নিয়ে কী বললেন রাজ?
সন্তান মুক্তির আগে টিভি ৯ বাংলাকে টলিউডের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ চক্রবর্তী জানান বাণিজ্যিক ছবিকে এগোতে দেওয়া হয়নি। এই কথা তিনি আগে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। এও জানিয়েছেন সেটার ফল ভুগতে হবে সবাইকেই। রাজের কথায়, 'বাণিজ্যিক ছবিকে এগোতে দিল না। সবাই বলেছিল সৃজিতের মতো ছবি হলে ভালো হয়। অমনি সবাই সৃজিতের মতো ছবি বানাতে শুরু করল। এখন আমি শিবুর মতো ছবি বানায়, শিবু আমাদের মতো। বেকার প্রতিযোগিতার বদলে এটা চলছে। বিষয়গুলো সব উল্টে পাল্টে গিয়েছে।'
রাজ এদিন আরও বলেন, 'আবার প্রলয়ের মতো সিরিজ বানিয়েছিলাম। কিন্তু আমায় কেউ এক থেকে পাঁচের মধ্যে রাখেনি। আমায় সাপোর্ট করার কেউ নেই পরিচালক হিসেবে। এটার জন্য আমার মান অভিমান আছে। আরজি কর পরিস্থিতিতে বাবলি মুক্তি পেতে সবাই আমার ছবির পিছনে পড়ে গেল। এক এক করে রেটিং পেয়েছি।' অভিমান প্রকাশ করে সন্তান পরিচালক বলেন, 'আমার বাড়িতে পার্টি হবে যখন তুমি ব্যর্থ হবে। আমরা তো এগুলোর মধ্যেই ঢুকে গেছি বেশি করে। দর্শকরা এগুলো বুঝে গিয়েছেন যে আমাদের মধ্যে মিল, ভালোবাসা নেই।'
আরও পড়ুন: এক সেকেন্ডে নজর কাড়ল মগনলাল, 'ভূস্বর্গ ভয়ঙ্কর' -এর ট্রেলার দেখে ফেলুদার জন্য তর সইছে না নেটপাড়ার
সন্তান প্রসঙ্গে
সন্তান ছবিটি ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে উঠে আসবে বাবা ছেলের কথা। মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অহনা দত্ত, অনসূয়া মজুমদার, প্রমুখ। বক্স অফিসে এই ছবিটি মুখোমুখি হবে দেবের খাদান এবং প্রতিম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র ছবি দুটোর সঙ্গে।