মুক্তি পেল রাজ চক্রবর্তীর নতুন কাজ সন্তান। ২০ ডিসেম্বর বড় পর্দায় আসার পরই এদিন ছবির প্রিমিয়ারে ছেলে বউমার সঙ্গে হাজির ছিলেন রাজ চক্রবর্তীর মাও। মায়ের আশীর্বাদ পেয়ে ছবির পথ চলা শুরু হল পরিচালকের।
আরও পড়ুন: বলিউড-দক্ষিণ নয়, টলিউডও পারে, প্রমাণ করলেন দেব! অ্যাকশন থেকে নাচ-গানে ঠাসা খাদান কেমন হল?
সন্তানের প্রিমিয়ারে রাজ চক্রবর্তীর মা
এদিন অ্যাক্রোপলিস মলের সিনেপলিসে ছিল সন্তান ছবিটির প্রিমিয়ার। সেখানেই স্ত্রী এবং মাকে নিয়ে এসেছিলেন রাজ। পরিচালকের পরনে ছিল নীল সোয়েটার এবং প্যান্ট। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরেছিলেন লাল পাড় সাদা সাড়ি এবং সাদা স্লিভলেস ব্লাউজ। একেবারে সাবেকি সাজে দেখা গেল এদিন অভিনেত্রীকে। রাজের মা হুইলচেয়ারে করেই এদিন ছেলের কাজ দেখতে এসেছিলেন। তাঁর পরনে ছিল সাদা শাড়ি, কালো ব্লাউজ। ছোট্ট ইউভানও এসেছিল এদিন।
কোভিডের সময় প্রয়াত হন রাজের বাবা। মাকে এখন রীতিমত চোখে হারান রাজ এবং শুভশ্রী। বাবা মায়েদের আত্মত্যাগের কথা, বাবা মায়ের সঙ্গে সন্তান রসায়নের কথাই সন্তান ছবিতে উঠে এসেছে। ছেলের এই ছবি, শুভশ্রীর অভিনয়ও বেশ ভালো লেগেছে রাজের মায়ের।
সন্তান প্রসঙ্গে
সন্তান ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনসূয়া মজুমদার এবং অহনা দত্ত। ছবিটির পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। প্রযোজনার দায়িত্বে এসভিএফ। ২০ ডিসেম্বর মুক্তি পেল ছবিটি। বক্স অফিসে এই ছবিটি মুখোমুখি হল দেব অভিনীত খাদান, প্রতিম ডি গুপ্তর চালচিত্র এবং মানসী সিনহার ৫ নং স্বপ্নময় লেন ছবি তিনটি।
আরও পড়ুন: লাক বাই অডিশন: জুনিয়র অ্যাক্টরদের কষ্ট দূর করতে ব্যতিক্রমী পদক্ষেপ মানসীর
টলিউড নিয়ে রাজ
কিছুদিন আগে টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী টলিউড নিয়ে অভিমানী হওয়ার কথা বলেছিলেন। সেখানেই তিনি জানিয়েছিলেন, 'আবার প্রলয়ের মতো সিরিজ বানিয়েছিলাম। কিন্তু আমায় কেউ এক থেকে পাঁচের মধ্যে রাখেনি। আমায় সাপোর্ট করার কেউ নেই পরিচালক হিসেবে। এটার জন্য আমার মান অভিমান আছে। আরজি কর পরিস্থিতিতে বাবলি মুক্তি পেতে সবাই আমার ছবির পিছনে পড়ে গেল। এক এক করে রেটিং পেয়েছি। আমার বাড়িতে পার্টি হবে যখন তুমি ব্যর্থ হবে। আমরা তো এগুলোর মধ্যেই ঢুকে গেছি বেশি করে। দর্শকরা এগুলো বুঝে গিয়েছেন যে আমাদের মধ্যে মিল, ভালোবাসা নেই।'