২০১৮ সালে বাওয়ালির রাজ-বাড়িতে চার হাত এক হয়েছিল রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। একসময় দেবের সঙ্গে চুটিয়ে প্রেম ছিল শুভশ্রীর। রাজের সম্পর্ক ছিল পায়েল-মিমিদের সঙ্গে। তবে বিয়ের পর একে-অপরের প্রেমেই মজেছেন ‘রাজশ্রী’ (ভালোবেসে এই নামেই ডাকে রাজ-শুভশ্রীর ভক্তরা তাঁদেরকে)। আপাতত দুই সন্তান নিয়ে সুখের সংসার।
২০২০ সালে করোনা-লকডাউনের সময় জন্ম হয় ইউভানের। জন্ম থেকেই সে সোশ্যাল মিডিয়া স্টার। হাসপাতাল থেকেই রাজ-পুত্রের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন রাজ। তারপর থেকে ছেলের বসতে শেখা, হাঁটা, বাবা ডাক, স্কুলে যাওয়া, সবই ভাগ করে নিচ্ছেন সোশ্যালে।
আরও পড়ুন: পরমব্রতকে বিয়ের ৫ মাস! ঝলক বেডরুমের, বিছানায় শুয়ে পিয়া, আদর খেলেন মন ভরে
ছেলের ৩ বছর পর কোলে এসেছে মেয়ে ইয়ালিনি। তবে এবারে ডেলিভারির ৩ মাস পেরোলেও মেয়ের মুখ দেখালেন না এই টলি-দম্পতি। সামাজিক মাধ্যমে টুকটাক আভাস পাওয়া গেলেও, রাজকন্যার সম্পূর্ণ ছবি অধরাই।
শুক্রবার রাতেও মেয়ের ছবি দিলেন ইনস্টা স্টোরিতে শুঊশ্রী। দেখা গেল খুদে পা নাড়তে ব্যস্ত। মায়ের বুকে এসে লাগছে তার পা। আর আদরের ছোঁয়ায় মাম্মার মুখে হাসি।

শুভশ্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা থাকে ‘গর্বিত মা’। তিনি নিজেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, মা হওয়ার স্বপ্ন ছোটথেকেই ছিল তাঁর। তাই কাজের পাশাপাশি দুই সন্তানের সঙ্গে সময় কাটান পুরোদমে। ইউভান, ইয়ালিনির বেড়ে ওঠার কোনও মুহূর্ত মিস করতে চান না। রাজকেও বলতে শোনা গিয়েছে, এখন কাজ শেষ হলেই ছোটেন বাড়িতে। বউ আর ছেলে-মেয়ের সঙ্গে সময় কাটানো তাঁর সবচেয়ে প্রিয় কাজ বর্তমানে।
আরও পড়ুন: কোলে ৩ বছরের কেশব! রাজার সন্তানের মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি
আপাতত অপেক্ষায় দর্শকরা বাবলির। মা হওয়ার পর এটাই নায়িকার প্রথম কাজ। পরিচালনায় রাজ। জুটিতে আবির ও শুভশ্রী। দুজেনর একসঙ্গে প্রথম কাজ। বুদ্ধদেব দাশগুপ্তের এই একইনামের উপন্যাস অবলম্বনে ছবিটি বানিয়েছেন রাজ। এছাড়াও এই সিনেমায় আছেন সৌরসেনী মৈত্র। সিনেমার একটা বড় অংশের শ্যুট হয়েছে নর্থ বেঙ্গলে। ২০২৪-এর ৩০ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাবলি। পয়লা বৈশাখে সামনে আসে টিজার। এখন ট্রেলার মুক্তির অপেক্ষা।