মাদার্স ডে কেমন কাটালেন টলিউড তারকারা? রাজ থেকে মিমি, নুসরত থেকে শ্রাবন্তী, টলিউড তারকাদের মাদার্স ডে পোস্ট রইল আপনাদের জন্য।
1/8মা-র জন্য বিশেষ একটা দিন। অনেকেই বলেন মা ছাড়া তো একটা মুহূর্তও কাটে না, তাহলে কেন দরকার পড়ে মাদার্স ডে-র। হয়তো রোজের ব্যস্ততায় মায়ের প্রতি ভালোবাসা জাহির করা হয় না। মাকে সময় দেওয়া বা ঘুরতে নিয়ে যাওয়া হয় না। তাই একটা এরকম বিশেষ দিন হলে মনে পড়ে যায় সবসময় পাশে থেকে আগলে রাখা মানুষটাকে ‘ভালোবাসি’ বলারও দরকার আছে। টলিউডের তারকারাও মাতৃ দিবসের দিন মায়ের প্রতি ভালোবাসা জাহির করলেন। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে দিলেন ছবি আর মন ছুঁয়ে যাওয়া সব বার্তা। দেখুন-
2/8মায়ের সঙ্গে ছোটবেলার এই ছবিটি শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী। সমুদ্রের পাড়ে তোলা এই বিশেষ মুহূর্ত শেয়ার করে লিখেছেন, ‘আমাকে এই দুনিয়ার সেরাটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমার ভালোবাসা, আদর আর তোমার হাতের অসাধারণ রান্না… তোমায় ভালোবাসি মা।’
3/8মা আর বোনের সঙ্গে থ্রো ব্যাক ছবি শেয়ার করেছেন অভিনেতা সৌরভ দাসও। লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে মা’।
4/8২০২১ সালের মেয়ে মাসে প্রয়াত হন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের মা রিমা ঘোষ। মাদার্স ডে-র দিন মায়ের সঙ্গে থ্রো ব্যাক ছবি শেয়ার করলেন। শাশুড়িমা মিঠু চক্রবর্তীর সঙ্গেও ছবিও দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার শক্তির স্তম্ভদের মাতৃ দিবসের শুভেচ্ছা। তোমাদের অনেক ভালোবাসি।’ প্রসঙ্গত, চলতি বছরের পয়লা বৈশাখের দিনই মা হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী।
5/8মায়ের সঙ্গে এই ছবিটি শেয়ার করে মিমি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘সব মায়েদের মাতৃ দিবসের শুভেচ্ছা। পোষ্যর মায়েদের কথাও কিন্তু চিন্তা করা উচিত। তাই আমাদেরকেও শুভেচ্ছা জানাও’। মিমির এই ছবিতে কমেন্ট করেছেন বোনুয়া নুসরত। লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে আন্টি। আর ডগ মম মিমি তোমাকেও’। ইশানের মা নুসরতকে ফিরতি শুভেচ্ছা পাঠিয়েছেন মিমিও।
6/8মা হারা হয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী বছরকয়েক আগেই। তাই হয়তো আজকের দিনে একটু মনখারাপের বার্তা এল তাঁর কাছ থেকে।
7/8নুসরত ইনস্টা স্টোরিতে তিনটি ছবি শেয়ার করেছেন। প্রথমটি মায়ের সঙ্গে। পরেরটিতে আছে ছেলে ইশানের হাতে বানানো একটি গ্রিটিংস কার্ড। আর তারপরের ছবিতে তিনি পোষ্য়ের সঙ্গে ছবি দিয়ে সব ‘Dogmoms’-দের শুভেচ্ছা জানিয়েছেন।
8/8রাজ চক্রবর্তী মাতৃ দিবসে মা আর বউয়ের ছবি শেয়ার করেছেন। লিখেছেন, ‘সব মায়েদের আমার প্রণাম আর অনেক অনেক ভালোবাসা। হ্যাপি মাদার্স ডে।’