রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কেসে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এল। ইডির জেরায় একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ। জানালেন প্রতিটা ছবির জন্য তিনি কত করে টাকা পেতেন। একই সঙ্গে এও বলেন রাজ কুন্দ্রার সঙ্গে তাঁকে কখনও দেখা হয়নি।
আরও পড়ুন: জয়ার ফোন এলেই নার্ভাস হয়ে পড়েন অমিতাভ! বললেন, 'বাংলায় কথা বললে বোঝার ভান করি, কিন্তু আদতে...'
রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি কেস নিয়ে কী জানিয়েছেন গহনা বশিষ্ঠ?
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে ২০২১ সালে গ্রেফতার করা হয় পর্নোগ্রাফি কেসে। যদিও পরবর্তীতে জামিনে ছাড়া পান তিনি। এখনও এই কেসের তদন্ত চালাচ্ছে ইডি। আর গভীর ভাবে তদন্ত করছেন তাঁরা। আর সেই কেসের জন্য গহনা বশিষ্ঠকে এদিন ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখানেই একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
রাজ কুন্দ্রা কি আদৌ জড়িত ছিল এই কেসে? এই বিষয়ে গহনা জানিয়েছেন তাঁর সঙ্গে কখনই রাজের দেখা হয়নি। তবে প্রতিটি কাজের জন্য তিনি ৩ লাখ টাকা করে পেতেন। উমেশ কামাথের মাধ্যমে তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ করা হতো বলেই জানান গহনা।
গহনা এদিন জেরায় এও জানান তাঁর সঙ্গে সেখানকার লোকজনের যেখানে দেখা হতো সেসব জায়গায় গিয়ে তিনি ভিয়ান ইন্ডাস্ট্রিজ লেখা দেখতেন। তবে বাস্তবে ব্যক্তিগত ভাবে রাজ কুন্দ্রার সঙ্গে গহনার দেখা না হলেও সেই অফিসগুলো যেখানে তিনি মিটিংয়ের জন্য যেতেন সেখানে রাজ কুন্দ্রা এবং তাঁর পরিবারের ছবি দেখেছেন বলেই জানান। আর সেসব দেখেই গহনার মনে হয়েছিল হটশট অ্যাপটি রাজ কুন্দ্রার। অর্থাৎ তিনি সেটার মালিক।
গহনা এ বিষয়ে জানান, 'আমার মনে হয়েছিল রাজ কুন্দ্রা মালিক নইলে কেন কারও ছবি দেওয়ালে টাঙানো থাকবে।'