Raj Kundra: পর্নকাণ্ডে জামিন মঞ্জুর হওয়ার পর জেলের বাইরে এলেন রাজ কুন্দ্রা, স্বস্তিতে শিল্পা
1 মিনিটে পড়ুন Updated: 21 Sep 2021, 12:40 PM IST- সোমবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করেছে মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট আদালত।
পর্ন ভিডিয়ো তৈরি ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯শে জুলাই গ্রেফতার হয়েছিলেন ব্যবসায়ী তথা বলিউড তারকা শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। গতকাল (সোমবার) জামিন মঞ্জুর হয় এই পর্ন ব়্যাকেটের মূল অভিযুক্ত রাজ কুন্দ্রা এবং তাঁর কর্মী রেয়ান থ্রোপের। সোমবার মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে ৪৬ বছর বয়সী বিজনেসম্যানের। জামিনে মুক্তির পরদিন, আজ বেলা ১১.৩০টার কিছু পর আর্থার রোড জেল থেকে মুক্তি পান রাজ কুন্দ্রা। রাজের জামিনে মুক্তির জেরে স্বভাবতই স্বস্তিতে শিল্পা ও তাঁর গোটা পরিবার।
জুলাই মাসে পর্ন ছবি তৈরি ও তা প্রচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। গত সপ্তাহেই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা একটি ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে। তারপরেই রাজের আইনজীবি প্রশান্ত পাটিল ফের তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন। হটশট অ্যাপের ভিডিয়ো শ্যুটে রাজ প্রত্যক্ষ ভাবে জড়িত, এমন কোনও প্রমাণ নাকি ওই চার্জশিটে নেই। এফআইআরে তাঁর নাম না থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। রাজের আইনজীবীর দাবি ছিল ফাঁসানো হয়েছে রাজকে।
তদন্তকারীদের দাবি হটশট অ্যাপ মূলত তৈরি করা হয়েছিল পর্ন ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার জন্য। কোর্টের সামনে পেশ করা নথিতে বলা হয়েছে রাজ ১০০টির ওপর নীল ছবি তৈরি করেছেন এবং তা দেখার জন্য সাবসক্রাইবারদের থেকে মোটা টাকা নিয়েছেন। যদিও রাজের দাবি কোনও মিটিং বা শ্যুটে তিনি ছিলেন তার প্রমাণ পুলিশের কাছে নেই। না উল্লেখ আছে চার্জশিটে। রাজের আরও দাবি এই অপরাধে ৭ বছরের কারাদণ্ড হয়। এর আগেও এক অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে। সুতরাং, তাঁকেও দেওয়া উচিত আদালতের। দুই পক্ষের সওয়াল-জবাবের পর রাজের জামিন মঞ্জুর হয়।
স্বামী জেল থেকে মুক্তির পরই অভিনেত্রী স্ত্রীর প্রথম প্রতিক্রিয়া কী? রাজের জামিন মঞ্জুরের খবর সামনে আসার মিনিট কয়েকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন শিল্পা শেট্টি। রামধনুর এক অপূর্ব ছবির ওপর লেখা রয়েছে, 'রামধনু এসে প্রমান করে, বড় কোনও ঝড়ের পর একটা সুন্দর সময় আসে'। রজার লি-এর লেখা এই উদ্ধৃতি। এটা কি শিল্পা-রাজের জীবনে ঝড়ের ইতি? নাকি পর্নকাণ্ড নতুন মোড় নেবে, সেটাই এখন দেখবার।