বাংলা নিউজ > বায়োস্কোপ > Raj Kundra: লোকলজ্জার ভয় নেই, অন্য একটি কারণে নিজের মুখ ঢেকে রাখেন রাজ! জানলে অবাক হবেন

Raj Kundra: লোকলজ্জার ভয় নেই, অন্য একটি কারণে নিজের মুখ ঢেকে রাখেন রাজ! জানলে অবাক হবেন

পর্ন-কাণ্ডে নাম জড়িয়েছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার।

রাজকে আর আড়ালে না থাকার পরামর্শ দিয়েছেন এক ব্যক্তি। এর পরেই নিজের মুখ ঢেকে রাখার আসল কারণ প্রকাশ্যে আনেন তিনি।

পর্ন-কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। হাজতবাসও হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়েও নিজেকে বেশ কিছুটা সময় লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন রাজ কুন্দ্রা। এখনও জনসমক্ষে আসেন মুখ ঢেকে। অনেকেই ভেবেছিলেন, লোকলজ্জার ভয়ে মুখ লুকোচ্ছেন শিল্পা শেট্টির স্বামী। কিন্তু সত্যিই কি তাই? এ বার খোলসা করলেন রাজ স্বয়ং।

রাজকে আর আড়ালে না থাকার পরামর্শ দিয়েছেন এক ব্যক্তি। লিখেছেন, 'আর মুখ লুকিয়ে থাকবেন না। ভালো বা খারাপ যা-ই করে থাকুন, নিজের জায়গায় অনড় থাকতে শিখুন। আমি যেমন মানুষ আপনাকে তেমন ভাবেই গ্রহণ করবে।'

এর পরেই নিজের মুখ ঢেকে রাখার আসল কারণ প্রকাশ্যে আনেন রাজ। সেই ব্যক্তির পরামর্শের উত্তরে তিনি লেখেন, 'আমি মানুষের থেকে নিজের মুখ লুকোই না। চাই না যে, সংবাদমাধ্যম আমার জীবনে আর হস্তক্ষেপ করুক। আমাকে যে ভাবে কাঠগড়ায় তোলা হয়েছে তার পর এই যুক্তিটা বুঝে ওঠা খুব কঠিন নয়।'

যাঁরা তাঁকে ট্রোল করে, সম্প্রতি তাঁদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন শিল্পা শেট্টির স্বামী। সোমবার টুইটারে রাজ লিখলেন, 'ট্রোলাররা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন কেন? দয়া করে আমাকে ছেড়ে যাবেন না।' যে কোনও ধরনের কটাক্ষ, সমালোচনাকে যে তিনি আর তোয়াক্কা করেন না, সংক্ষিপ্ত এই টুইটের মাধ্যমে তা-ই আরও একবার বুঝিয়ে দিলেন রাজ।

(আরও পড়ুন: শিল্পার চালুনি দিয়ে মুখ ঢাকলেন রাজ! করবা চৌথের নতুন রীতি? নাকি মুখ লুকোলেন আবার)

২০২১ সালের জুলাই মাস। বেআইনি ভাবে পর্ন তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। প্রায় দু'মাস পুলিশি হাজতে কাটাতে হয়েছিল রাজকে। তিনি যদিও দাবি করেছেন, অপরাধ দমন শাখার উচ্চপদস্থ কর্তারা তাঁকে ফাঁসিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি চিঠিও দিয়েছেন সিবিআই-কে।

বন্ধ করুন